উত্তরা গণভবনে গাছ কাটার ঘটনায় ৩ প্রকৌশলী বরখাস্ত

লেখক:
প্রকাশ: ৭ years ago

উত্তরা গণভবনে অবৈধভাবে গাছকাটার ঘটনায় নাটোর গণপূর্ত বিভাগের নির্বাহী প্রকৌশলীসহ ৩ প্রকৌশলীকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।একইসঙ্গে ঠিকাদার সোহেল ফয়সালের বিরুদ্ধে মামলার নির্দেশ দেয়া হয়েছে।

মন্ত্রণালয়ের এক আদেশে এ নির্দেশনা দেয়া হয়।বরখাস্ত হওয়া প্রকৌশলীরা হলেন নির্বাহী প্রকৌশলী মশিউর রহমান আকন্দ, উপ বিভাগীয় প্রকৌশলী (এসডি) জিয়াউর রহমান ও বিভাগীয় প্রকৌশলী (এসও) মো.কামরুজ্জামান।জেলা প্রশাসন জানিয়েছে, এ ঘটনায় গঠন করা ৫ সদস্যের তদন্ত কমিটি গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়ে প্রতিবেদন পাঠায়। প্রতিবেদনে গণপূর্ত বিভাগের নির্বাহী প্রকৌশলীসহ সেখানকার তিন প্রকৌশলী, দুই তত্ত্বাবধায়ক ও ঠিকাদারের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়ার সুপারিশ করা হয়। সুপারিশের ভিত্তিতে তিনজনকে সাময়িক বরখাস্ত ও ঠিকাদারের বিরুদ্ধে মামলা করার সিদ্ধান্ত জানানো হয়। মন্ত্রণালয়ের উপসচিব (প্রশাসন-১) মোছা.সুরাইয়া বেগমের স্বাক্ষরিত ওই চিঠি বৃহস্পতিবার বিকেলে নাটোরে গণপূর্ত দপ্তরে পৌঁছেছে। এ বিষয়ে জানতে চাইলে জেলা প্রশাসক শাহিনা খাতুন আরটিভি অনলাইনকে জানান, মন্ত্রণালয়ের নির্দেশনা মোতাবেক পরবর্তী পদক্ষেপ নেয়া হচ্ছে।