এবার ভারতে বাড়ির ছাদে পড়ে গেছে উড্ডয়নরত বিমানের দরজা। ঘনবসতিপূর্ণ একটি এলাকার ওপর দিয়ে কম উচ্চতায় উড্ডয়নরত অবস্থায় দরজা খুলে পড়ায় দুর্ঘটনার ঝুঁকিতে পড়ে যায় বিমানটি।
তবে ভারতের তেলেঙ্গানা রাজ্যের সেকেন্দ্রাবাদ শহরে সোমবারের এ ঘটনায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি।
বিমানের সেই দরজা যে বাড়ির ছাদে পড়েছে সেই বাড়ির মালিক গণেশ যাদব। তিনি জানান, দরজাটি ছাদে পড়ার কিছুক্ষণ আগেও সেখানে একজন চিত্রশিল্পী ছবি আঁকছিলেন। তিনি ছাদ থেকে নিচে নামার অল্প সময়ের মধ্যেই দরজাটি ছাদে পড়ে।
জানা গেছে, মাত্র দুই হাজার পাঁচশ ফুট উচ্চতায় তেলাঙ্গানা স্টেট অ্যাভিয়েশন অ্যাকাডেমির উড়ন্ত প্রশিক্ষন বিমানটিতে সে সময় দু’জন ছিলেন। তাদের একজন বিমানের পাইলট এবং অপরজন প্রশিক্ষণার্থী। পরে বিমানটি দ্রুত অবতরণ করা হয়।
সূত্র : এনডিটিভি
© স্বত্ব আর্থটাইমস্ ২৪.কম
প্রকাশক ও সম্পাদক: মোঃ জাকারিয়া আলম (দিপু)
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ:বরিশাল-৮২০০।
আমাদের সাথে যোগাযোগ করুন:::
নিউজ মেইল:::
earthtimes24@gmail.com(নিউজ)
news@earthtimes24.com(নিউজ)
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
২০১৭ সর্বস্বত্ব সংরক্ষিত earthtimes24.com