বয়স ৩৮ পেরিয়েছে। কিন্তু এখনো কি তার গোলের ক্ষুধা। ইউরো বাছাইপর্বে পর্তুগালের হয়ে দুই ম্যাচে করলেন চার গোল। সেখান থেকে ফিরে মঙ্গলবার রাতে সৌদি প্রো লিগে আল নাসরের হয়ে মাঠে নামলেন। আবারও করলেন জোড়া গোল। তার এবং অ্যান্ডারসন তালিসকার জোড়া গোলে ভর করে আল নাসর ৫-০ গোলে হারিয়েছে আল আদালাহকে।
এই জয়ে সৌদি প্রো লিগের শিরোপা জয়ের দৌড়ে ভালোভাবেই টিকে থাকলো আল নাসর। ২২ ম্যাচ থেকে ৫২ পয়েন্ট নিয়ে তারা আছে পয়েন্ট টেবিলের দ্বিতীয় স্থানে। সমান ম্যাচ থেকে ৫৩ পয়েন্ট নিয়ে আল ইত্তিহাদ আছে শীর্ষে।
মঙ্গলবার রাতে ম্যাচের ৩৮ মিনিটে পেনাল্টি পায় আল নাসর। পেনাল্টি থেকে রোনালদো গোল করে এগিয়ে নেন দলকে। তার নেওয়া শটের দিকে আদালাহর গোলরক্ষক ঝাপিয়ে পড়েও রুখতে পারেননি।
বিরতির পর ৫৫ মিনিটে ব্রাজিলিয়ান ফরোয়ার্ড অ্যান্ডারসন তালিসকা বামদিকে ডি বক্সের বাইরে থেকে দূরের পোস্টে শট নিয়ে জালে জড়ান। তাতে ব্যবধান হয় ২-০। ৬৬ মিনিটে রোনালদো তার জোড়া গোল পূর্ণ করেন। এ সময় বামদিকে ডি বক্সের বাইরে সতীর্থের কাছ থেকে বল পেয়ে দ্রুত ঢুকে পড়েন বক্সে। এরপর দূরের পোস্টে শট নেন। বল গোলরক্ষকের নাগালের বাইরে দিয়ে জালে জড়ায়।
এটা ছিল প্রো লিগে নবম ম্যাচে রোনালদোর ১১তম গোল। ১১ গোল নিয়ে লিগের সর্বোচ্চ গোলদাতাদের তালিকায় তিনি আছেন দ্বিতীয় স্থানে।
৭৮ মিনিটে তালিসকাও তার জোড়া গোল পূর্ণ করেন। এ সময় সতীর্থে কাছ থেকে ডি বক্সের সামনে বল পেয়ে ঢুকে পড়েন বক্সের মধ্যে। তার সামনে ছিলেন কেবল আল আদালাহর গোলরক্ষক। তার মাথার উপর দিয়ে বল জালে জড়িয়ে দেন ব্রাজিলিয়ান ফরোয়ার্ড।
ম্যাচের যোগ করা সময়ে (৯০+৮) আরও একটি গোল হয় আল নাসরের। এ সময় পাল্টা আক্রমণে ডি বক্সের সামনে বল পেয়ে যান তালিসকা। বক্সে ঢুকে তার নেওয়া শট হাত উঁচু করে ফিরিয়ে দেন আদালাহর গোলরক্ষক। সেটা পেয়ে যান নাসরের আইমান আহমেদ। তিনি ঠাণ্ডা মাথায় বল জালে জড়ান। তাতে ৫-০ ব্যবধানের জয় নিয়ে মাঠ ছাড়ে আল নাসর।
© স্বত্ব আর্থটাইমস্ ২৪.কম
প্রকাশক ও সম্পাদক: মোঃ জাকারিয়া আলম (দিপু)
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ:বরিশাল-৮২০০।
আমাদের সাথে যোগাযোগ করুন:::
নিউজ মেইল:::
earthtimes24@gmail.com(নিউজ)
news@earthtimes24.com(নিউজ)
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
২০১৭ সর্বস্বত্ব সংরক্ষিত earthtimes24.com