উজিরপুরে শিশুসহ ২ প্রতিবন্ধী শিক্ষার্থীকে শারীরিক নির্যাতন

:
: ৪ years ago

বরিশালের উজিরপুরে জমি সংক্রান্ত বিরোধের জের ধরে শিশুসহ ২ প্রতিবন্ধী শিক্ষার্থীকে পিটিয়ে রক্তাক্ত যখম করেছে প্রতিপক্ষ সন্ত্রাসীরা।

 

এ ঘটনায় থানায় মামলা দায়ের করা হয়েছে। মামলা ও আহত সুত্রে জানা যায় উপজেলার শোলক ইউনিয়নের রামের কাঠী গ্রামের আতিকুল ইসলাম গংদের সাথে আনোয়ার হোসেন বেপারীর জমি-জমা নিয়ে দীর্ঘদিন যাবৎ বিরোধ চলে আসছিল।

 

এরই ধারাবাহিকতায় ৩০ অক্টোবর শুক্রবার সাড়ে ১২ টার দিকে প্রভাবশালী আতিকুল ইসলাম বেপারী(২০),আজিজুল বেপারী(২৫),সিদ্দিকুর রহমান বেপারী(৪০) মিলে একই বাড়ীর আনোয়ার হোসেন বেপারীর ভোগদখলীয় বসতবাড়ীর সিমানা প্রাচীর উপড়ে ফেলে জমি দখলের পায়তারা চালায় এবং দেশীয় ধারালো অস্ত্র নিয়ে আনোয়ারকে ধাওয়া করে।

 

 

এসময় বাবাকে বাঁচাতে গেলে ¯œাতক বর্ষের ছাত্রী প্রতিবন্ধী ফাতেমা আক্তার(২৫), ১০ম শ্রেণির ছাত্র প্রতিবন্ধী তরিকুল ইসলাম(১৪)কে এলোপাথাড়ী ভাবে পিটিয়ে গুরুতর আহত করে নগদ অর্থ, স্বর্নালংকার সহ ২ লক্ষাধিক টাকার মালামাল লুটে নিয়ে যায় ওই সন্ত্রাসীরা।

 

 

হামলায় শিক্ষার্থীর হাতের অঙ্গুলি ভেঙ্গে যায় এবং শিশুর কোমরে গুরুতর আঘাতপ্রাপ্ত হয়। স্থানীয়রা আহতদের উদ্ধার করে উজিরপুর স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে।

 

 

এ ব্যপারে আহত প্রতিবন্ধী শিক্ষার্থী ফাতেমা আক্তার বাদী হয়ে উজিরপুর মডেল থানায় অভিযুক্তদের বিরুদ্ধে মামলা দায়ের করেছে। বিষয়টি অভিযুক্তরা এড়িয়ে যায়। অফিসার ইনচার্জ মোঃ জিয়াউল আহসান জানান মামলা নেয়া হয়েছে। আসামীদের গ্রেফতারের অভিযান চলছে।