১৬ ডিসেম্বর মহান বিজয় দিবস উপলক্ষে ব্যাপক আয়োজনে উজিরপুরের বামরাইল ইউনিয়ন মুক্তিযোদ্ধাদের পিকনিক অনুষ্ঠিত।
৭১ এর যুদ্ধকালীন ঐতিহাসিক আটিপাড়া জয়বাংলার হাট প্রাথমিক বিদ্যালয়ের সম্মুখে ২৬ ডিসেম্বর শনিবার আলোচনা সভা ও বনভোজন অনুষ্ঠিত হয়েছে। সভায় ৭নং বামরাইল ইউনিয়ন কমান্ডার বীর মুক্তিযোদ্ধা হায়দার আলী শরীফের সভাপতিত্বে ও বীর মুক্তিযোদ্ধা মোঃ দেলোয়ার হোসেন তালুকদারের সঞ্চালনায় প্রধান অতিথির বক্তৃতা করেন জেলা ডেপুটি কমান্ডার ইউনিট-১ বীরপ্রতীক মোঃ মহিউদ্দিন মানিক। অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন মুক্তিযোদ্ধা জেলা ডেপুটি কমান্ডার-ইউনিট-২ আ.ন.ম আঃ হাকিম ডাক্তার। বামরাইল ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি গৌরাঙ্গ লাল কর্মকার, সাধারণ সম্পাদক মিজানুর রহমান কবির, বীর মুক্তিযোদ্ধা আঃ আউয়াল, শেখ লকিতুল্লাহ প্রমূখ। এ ছাড়াও উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা আঃ হালিম রাড়ীসহ একাধিক মুক্তিয্দ্ধোা. সামাজিক ও রাজনৈতিক ব্যক্তিবর্গ। এ সময় প্রধান অতিথি ১৯৭১ এর মুক্তিযুদ্ধ নিয়ে বিশদ আলোচনা করতে গিয়ে আবেগে আপ্লত হয়ে পড়েন এবং সকল মুক্তিযোদ্ধাদের সন্তানদের সুশিক্ষায় শিক্ষিত করার আহবান জানান। এ ছাড়াও সন্তানদের মুক্তিযুদ্ধ বিষয়ক ঘটনাবলী জানাতে হবে। তাহলেই তারা দেশপ্রেমিক হবে ও ভবিষ্যৎ উজ্জ্বল করতে পারবে।
© স্বত্ব আর্থটাইমস্ ২৪.কম
প্রকাশক ও সম্পাদক: মোঃ জাকারিয়া আলম (দিপু)
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ:বরিশাল-৮২০০।
আমাদের সাথে যোগাযোগ করুন:::
নিউজ মেইল:::
earthtimes24@gmail.com(নিউজ)
news@earthtimes24.com(নিউজ)
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
২০১৭ সর্বস্বত্ব সংরক্ষিত earthtimes24.com