উজিরপুরে মাক্স না পরার অভিযোগে ইউপি চেয়ারম্যান, মেম্বর, ইমামসহ ১২ জনকে জরিমানা

লেখক:
প্রকাশ: ৪ years ago

উজিরপুর প্রতিনিধি ॥ উজিরপুরে মাক্স না পরার অভিযোগে ইউপি চেয়ারম্যান, মেম্বর, ইমামসহ ১২ জনকে ভ্রাম্যমান আদালতের জরিমানা।

 

শীতের প্রচন্ডতা বাড়ার সাথে সাথে মহামারী কনোরা ভাইরাসে আক্রান্তের সংখ্যা বৃদ্ধি পাওয়ায় দেশব্যাপী কর্মসূচীর অংশ হিসেবে ৬ ডিসেম্বর রবিবার সকাল থেকে উপজেলা নির্বাহী অফিসার ও ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিষ্ট্রেট প্রণতি বিশ্বাস উপজেলা পরিষদ এলাকা, ইচলাদী, শিকারপুরসহ বিভিন্ন স্থানে মহামারী কনোরা ভাইরাস উপলক্ষ্যে স্বাস্থ্যবিধি মেনে মাক্স না পরার অপরাধে একজন চেয়ারম্যান, একজন মেম্বর ও একজন ইমামসহ ১২ জনের কাছ থেকে (সংক্রামন রোগ প্রতিরোধ, নিয়ন্ত্রন ও নির্মুল আইন-২০১৮ অনুযায়ী) ৪ হাজার ৯শত টাকা জরিমানা আদায় করা হয়।

 

অভিযানের কথা শুনে বিভিন্ন ব্যক্তি পকেট ও ব্যাগ থেকে তড়িঘড়ি করে মাক্স পরতে লক্ষ্য করা গেছে। এ ছাড়া অনেকেই মাক্স পরলেও নাকমুখ খুলে দাড়ির নিচেয় ঝুলিয়ে রেখেছেন। কেউ কেউ মাক্স আনতে ভুলে গেছেন বলে অনুযোগ করেন।

 

এ সময় নির্বাহী কর্মকর্তা বিভিন্ন অসহায়, হতদরিদ্রদের মাঝে মাক্স বিতরণ করেন।