বরিশালের উজিরপুরে বীর মুক্তিযোদ্ধা মাষ্টার আঃ মান্নান সরদারের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন হয়েছে। উপজেলার বামরাইল ইউনিয়নের আটিপাড়া গ্রামের বীর মুক্তিযোদ্ধা মাষ্টার আঃ মান্নান সরদার(৭০) রোগে আক্রান্ত হয়ে ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ১ আগষ্ট মঙ্গলবার সন্ধ্যায় মৃত্যুবরন করেন। ইন্নাল্লিহি…….রাজেউন।
মৃত্যুকালে তিনি স্ত্রী, ২ ছেলে, ১ মেয়েসহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন। ২ আগষ্ট বুধবার সকাল ১০ টায় বামরাইল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠ প্রাঙ্গনে মরহুম বীর মুক্তিযোদ্ধাকে গার্ড অব অনার প্রদান করেন উজিরপুর মডেল থানার এস.আই সুদেবসহ একদল চৌকস পুলিশ।
এসময় উপজেলা প্রশাসনের পক্ষে উপস্থিত ছিলেন উপজেলা পল্লি উন্নয়ন অফিসার মোঃ হুমায়ুন কবির। উপস্থিত ছিলেন উপজেলা সাবেক বেইজ কমান্ডার বীর মুক্তিযোদ্ধা ওয়াদুত সরদার, বীর মুক্তিযোদ্ধা আক্রাম হোসেন,আয়নাল হক হাওলাদার,আলম শরীফ, আঃ হালিম রাড়ী,মোতালেব মিলিটারীসহ একাধিক মুক্তিযোদ্ধা।
আরো উপস্থিত ছিলেন উজিরপুর প্রেসক্লাবের যুগ্ম সম্পাদক নাসির শরীফ,সদস্য রফিকুল ইসলাম,সাংবাদিক রবিউল ইসলাম,প্রধান শিক্ষক জাহাঙ্গির কবির মামুন,ইউপি সদস্য আরিফ শরীফসহ বিভিন্ন শ্রেনী পেশার ও সামাজিক ব্যাক্তিবর্গ। পরে জানাজা শেষে তাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।
বীর মুক্তিযোদ্ধা আক্রাম হোসেন উপজেলার সকল মুক্তিযোদ্ধার পক্ষে শোকাহত পরিবারকে সমবেদনা জানান এবং মরহুমের রুহের মাগফেরাত কামনা করেন। এছাড়াও তিনি মুক্তিযুদ্ধ নিয়ে বিশদ আলোচনা কালে আবেগে আপ্লুত হয়ে পরে।
© স্বত্ব আর্থটাইমস্ ২৪.কম
প্রকাশক ও সম্পাদক: মোঃ জাকারিয়া আলম (দিপু)
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ:বরিশাল-৮২০০।
আমাদের সাথে যোগাযোগ করুন:::
নিউজ মেইল:::
earthtimes24@gmail.com(নিউজ)
news@earthtimes24.com(নিউজ)
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
২০১৭ সর্বস্বত্ব সংরক্ষিত earthtimes24.com