উজিরপুর প্রতিনিধিঃ বরিশালের উজিরপুরে ছিনতাই মামলার প্রধান আসামীকে গ্রেফতার করেছে পুলিশ।
উপজেলার বামরাইল ইউনিয়নের ভরশাকাঠী গ্রামের আমির হোসেন মোল্লার ছেলে ছিনতাই মামলার প্রধান আসামী মনির মোল্লাকে গোপন সংবাদের ভিত্তিতে উজিরপুর মডেল থানার অফিসার ইনচার্জ আলী আর্শাদ একদল চৌকস পুলিশের টিম নিয়ে বরিশালের রুপাতলি বাসস্ট্যান্ড থেকে গ্রেফতার করে বৃহষ্পতিবার জেল হাজতে প্রেরন করেছে।
উল্লেখ্য ২৬ আগষ্ট বিকেলে বাবুগঞ্জ উপজেলার রমযানকাঠী গ্রামের আলঙ্গির হোসেন তালুকদার শিকারপুর বাজার থেকে পাট বিক্রি করে বাড়ীর ফেরার উদ্দেশ্যে ভরশাকাঠী গ্রামের নদু হাওলাদারের বাড়ির সম্মুখে আসামাত্র পরিকিল্পত ভাবে মনির মোল্লাসহ ১০/১২জন ছিনতাইকারী মিলে আলঙ্গির তালুকদারকে হত্যার উদ্দেশ্যে কুপিয়ে সঙ্গাহীন করে ফেলে নগদ ৭৫ হাজার টাকা ও পরিহিত স্বর্ণের চেইন প্রকাশ্যে ছিনতাই করে নিয়ে যায়।
মডেল থানার অফিসার অফিসার ইনচার্জ আলী আর্শাদ জানান আসামী মনিরকে গ্রেফতার করে জেল হাজতে প্রেরন করা হয়েছে।
এদিকে ভুক্তভোগী পরিবার ছিনতাইকারীদের উপযুক্ত শাস্তির দাবীতে প্রশাসনের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সুদৃষ্টি কামনা করেন।
© স্বত্ব আর্থটাইমস্ ২৪.কম
প্রকাশক ও সম্পাদক: মোঃ জাকারিয়া আলম (দিপু)
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ:বরিশাল-৮২০০।
আমাদের সাথে যোগাযোগ করুন:::
নিউজ মেইল:::
earthtimes24@gmail.com(নিউজ)
news@earthtimes24.com(নিউজ)
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
২০১৭ সর্বস্বত্ব সংরক্ষিত earthtimes24.com