বরিশাল জেলার উজিরপুর উপজেলার ৯নং গুঠিয়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মোঃ আঃ রশিদ মোল্লা হত্যার ২৯ বছর পরে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামী বরিশাল জেলার গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের হাতে গ্রেফতার। নিহতের পরিবার ও জেলা ডিবি পুলিশ সূত্রে জানা যায়, গুঠিয়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আঃ রশিদ মোল্লা গত ১ এপ্রিল ১৯৯৪ সনে সকাল ৮টায় উপজেলা দাসেরহাট খেয়াঘাটে বসে নির্মম ভাবে খুন হন। ওই ঘটনায় তার স্ত্রী বেগম মাসুদা উজিরপুর থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। বিজ্ঞ আদালত অভিযুক্ত ২ জনের ফাঁসির আদেশ ও ৮ জনের যাবজ্জীবন কারাদন্ড প্রদান করেন।
উল্লেখ্য, মামলার যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামী বজলু হাওলাদার ২৯ বছর বিভিন্ন জায়গায় আত্মগোপনে থাকেন। গত ১৮ মার্চ তথ্য প্রযুক্তির মাধ্যমে বরিশাল জেলা পুলিশের গোয়েন্দা শাখা (ডিবি) চৌকস পুলিশ অফিসার এস.আই কাজী ওবায়দুল কবির সঙ্গীয় এ.এস.আই রাজীব পাল, কনষ্টেবল মুশিউর, পারভেজ, সোহাগসহ অন্যান্য সঙ্গীয় সদস্যরা অভিযান চালিয়ে উজিরপুর উপজেলার গুঠিয়া থেকে অভিযুক্তকে গ্রেফতার করতে সক্ষম হন।
নিহতের পরিবারের দাবী গ্রেফতারকৃত সাজাপ্রাপ্ত আসামী বজলু হাওলাদার আত্মগোপনে থেকে নিহতের সন্তানদের হত্যাসহ বিভিন্ন রকমের ক্ষতি সাধনের চেষ্টা চালিয়েছে। উল্লেখ্য আসামী গ্রেফতার হওয়ায় নিহতের পরিবার ও উপজেলাবাসী বরিশাল জেলা পুলিশের গোয়েন্দা শাখা(ডিবি)কে সাধুবাদ জানান।
© স্বত্ব আর্থটাইমস্ ২৪.কম
প্রকাশক ও সম্পাদক: মোঃ জাকারিয়া আলম (দিপু)
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ:বরিশাল-৮২০০।
আমাদের সাথে যোগাযোগ করুন:::
নিউজ মেইল:::
earthtimes24@gmail.com(নিউজ)
news@earthtimes24.com(নিউজ)
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
২০১৭ সর্বস্বত্ব সংরক্ষিত earthtimes24.com