উখিয়ায় অস্ত্রসহ রোহিঙ্গা নারী আটক

লেখক:
প্রকাশ: ২ years ago

কক্সবাজারের উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে সন্ত্রাসীদের সঙ্গে এপিবিএন পুলিশের গোলাগুলির ঘটনা ঘটেছে। এতে হতাহত না হলেও অস্ত্র ও গুলিসহ এক রোহিঙ্গা নারীকে আটক করা হয়েছে। এ সময় ৩টি ওয়ান শুটারগান, ১টি একনলা বন্দুক, ৫ রাউন্ড রাইফেলের গুলি উদ্ধার করা হয়েছে।

 

বৃহস্পতিবার (১৯ অক্টোবর) বিকেলে উখিয়ার কুতুপালং এলাকার ৪ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের সি ব্লকে এ ঘটনা ঘটে বলে জানিয়েছেন ১৪ এপিবিএন এর অধিনায়ক অতিরিক্ত ডিআইজি মো. ইকবাল। আটক ইয়াছমিন আরা (২৭) ওই ব্লকের আনসার উল্লাহর স্ত্রী।

অতিরিক্ত ডিআইজি মো. ইকবাল জানান, গোপন সংবাদে সন্ত্রাসীদের অবস্থান নেয়ার খবরে অভিযান চালানো হয়। এ সময় আনসার উল্লাহর ঘরে পৌঁছলে এপিবিএন এর সদস্যদের লক্ষ্য করে পাহাড় থেকে সন্ত্রাসীরা গুলি বর্ষণ করে। আত্নরক্ষার্থে এপিবিএন সদস্যরাও পাল্টা ৪ রাউন্ড শর্টগানের কার্তুজ ফায়ার করে। এতে হতাহত হয়নি। তবে আনসার উল্লাহর ঘর থেকে অস্ত্র ও গুলিসহ তার স্ত্রীকে আটক করা হয়।

 

এ ব্যাপারে মামলা করে আটক নারীকে উখিয়া থানায় সোপর্দ করা হয়েছে।