দেড়শ’র নিচে লক্ষ্য, রাতে শিশিরের সুবিধা- কোনোটাই নিতে পারেনি ফরচুন বরিশাল। উল্টো ম্যাচ শেষে তামিম ইকবালদের অভিযোগ, উইকেট কঠিন থাকায় স্বাভাবিক ব্যাটিং করতে পারেননি তারা।
ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে এমন অভিযোগের কথা জানান বরিশালের প্রধান কোচ মিজানুর রহমান বাবুল। তিনি বলেন, ‘ব্যাটিংয়ের জন্য উইকেট স্বাভাবিক ছিল না, এক্সট্রা বাউন্স ছিল। ম্যাচ শেষে (প্রেজেন্টেশনে) তামিমও এটা বলেছে।’
মঙ্গলবার (৬ ফেব্রুয়ারি) সন্ধ্যায় মিরপুরে মুখোমুখি হয় চট্টগ্রাম চ্যালেঞ্জার্স ও ফরচুন বরিশাল। টস হেরে ব্যাটিং করতে নেমে ১৪৫ রান করে চট্টগ্রাম। তাড়া করতে নেমে ১২৯ রানে থামে বরিশাল। ১৬ রানের জয়ে পয়েন্ট টেবিলে দ্বিতীয় স্থানে উঠে আসে চট্টগ্রাম। এদিকে সপ্তম ম্যাচে বরিশালের এটি চতুর্থ হার।
বরিশালের হয়ে সর্বোচ্চ ৪৯ রানের ইনিংস খেলেন তামিম। তিনি ৪৬ বলে এই রান করেন। তার এমন ধীরগতির ইনিংসে চাপে পড়ে বরিশাল। শেষদিকে ১৮ বলে ৩০ রান করেন মোহাম্মদ সাইফউদ্দিন।
© স্বত্ব আর্থটাইমস্ ২৪.কম
প্রকাশক ও সম্পাদক: মোঃ জাকারিয়া আলম (দিপু)
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ:বরিশাল-৮২০০।
আমাদের সাথে যোগাযোগ করুন:::
নিউজ মেইল:::
earthtimes24@gmail.com(নিউজ)
news@earthtimes24.com(নিউজ)
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
২০১৭ সর্বস্বত্ব সংরক্ষিত earthtimes24.com