শেরপুরে নকলায় ঈদ আনন্দ করার সময় ভোগাই নদীর পানিতে ডুবে ষষ্ঠ শ্রেণিপড়ুয়া দুই বন্ধুর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (২৩ আগস্ট) বিকেলে নকলা উপজেলার উরফা ইউনিয়নের তারাকান্দা এলাকায় ভোগাই নদীর পিছলাকুড়ি রাবারড্যাম এলাকায় এ ঘটনা ঘটে।
নিহতরা হলো- নকলা পৌর এলাকার গড়েরগাঁও মহল্লার গেন্দা মিয়ার ছেলে উমর ফারুক (১২) এবং আক্তার মিয়ার ছেলে শান্ত মিয়া (১২)। ফারুক নকলা পাইলট উচ্চ বিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থী এবং শান্ত মুক্তিযোদ্ধা স্মৃতি বিদ্যা নিকেতনের ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থী।
নকলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খান আব্দুল হালিম দুই স্কুলছাত্রের নিহত হওয়ার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, বিকেলে ভোগাই নদীর পানিতে নিখোঁজ হওয়ার প্রায় আড়াই ঘণ্টার পর ভাটির দিক থেকে ওই দুই শিক্ষার্থীর মরদেহ উদ্ধার করা হয়েছে।
স্থানীয়রা জানান, বৃহস্পতিবার বিকেল ৫টার দিকে বেশ কয়েকজন বন্ধু মিলে ঈদ আনন্দ উপভোগ করতে নকলা পিচলাকুড়ি এলাকার ভোগাই নদীল ওপর নির্মিত তারাকান্দা রাবারড্যাম দেখতে যায় ফারুক ও শান্ত। তারা ব্রিজের পূর্বপাশে নদীতে ভেসে ওঠা ছোট একটি চরের মতো জায়গায় আনন্দ করতে থাকে। একপর্যায়ে হঠাৎ পা পিছলে উমর ফারুক, শান্ত মিয়া ও তাদের আরেক বন্ধু পানিতে পড়ে নিখোঁজ হয়।
পরে সাথে থাকা বন্ধুদের চিৎকারে স্থানীয়রা এসে তাৎক্ষণিক এক শিক্ষার্থীকে জীবিত উদ্ধার করেন। খোঁজাখুঁজির প্রায় দুই ঘণ্টা পর শান্তকে এবং প্রায় আড়াই ঘণ্টা পর ফারুককে মৃত অবস্থায় উদ্ধার করে স্থানীয়রা। এ সময় নদীর দুই তীরে শত শত লোকজন জড়ো হয়।
নকলা পৌরসভার কাউন্সিলর ফিরোজ মিয়া জানান, মেধাবী দুই শিক্ষার্থীর মৃত্যুতে এলাকায় চলছে শোকের মাতম। এমন কচি তাজা দুটি প্রাণের অকাল মৃত্যুতে পরিবার-পরিজনসহ এলাকাবাসীর মাঝে শোকের ছায়া নেমে এসেছে।
© স্বত্ব আর্থটাইমস্ ২৪.কম
প্রকাশক ও সম্পাদক: মোঃ জাকারিয়া আলম (দিপু)
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ:বরিশাল-৮২০০।
আমাদের সাথে যোগাযোগ করুন:::
নিউজ মেইল:::
earthtimes24@gmail.com(নিউজ)
news@earthtimes24.com(নিউজ)
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
২০১৭ সর্বস্বত্ব সংরক্ষিত earthtimes24.com