ঈদুল ফিতরকে সামনে রেখে আগামী বুধবার থেকে বাসের অগ্রিম টিকিট বিক্রি শুরুর সিদ্ধান্ত নিয়েছেন বাস মালিকরা।
বাংলাদেশ বাস-ট্রাক ওনার্স অ্যাসোসিয়েশনের চেয়ারম্যান সোহেল তালুকদার সোমবার এ তথ্য জানান।
তিনি জানান, ঈদ সামনে রেখে আগামী ৩০ মে বুধবার সকাল থেকে সব বাসের অগ্রিম টিকিট বিক্রি শুরুর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ওইদিন থেকে উত্তরাঞ্চল ও দক্ষিণাঞ্চলের বিভিন্ন রুটের বাসের টিকিটও বিক্রি করা হবে।
এছাড়া ওইদিন থেকে চট্টগ্রাম রুটের বাসের আগাম টিকিটও পাওয়া যাবে জানিয়ে সোহেল তালুকদার বলেন, যতক্ষণ পর্যন্ত টিকিট থাকবে, ততক্ষণ বিভিন্ন পরিবহনের কাউন্টার থেকে টিকিট বিক্রি করা হবে।
এর আগে আগামী ১ জুন থেকে ঈদে ট্রেনের আগাম টিকিট বিক্রির সিদ্ধান্ত হয়।
© স্বত্ব আর্থটাইমস্ ২৪.কম
প্রকাশক ও সম্পাদক: মোঃ জাকারিয়া আলম (দিপু)
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ:বরিশাল-৮২০০।
আমাদের সাথে যোগাযোগ করুন:::
নিউজ মেইল:::
earthtimes24@gmail.com(নিউজ)
news@earthtimes24.com(নিউজ)
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
২০১৭ সর্বস্বত্ব সংরক্ষিত earthtimes24.com