ঈদে তন্বীর তিন নাটক

লেখক:
প্রকাশ: ৭ years ago

সমকালীন টেলিভিশন নাট্যকারদের মধ্যে অন্যতম ইফফাত আরেফীন তন্বী। ২০০৫ সাল থেকে টেলিভিশন নাটক লিখছেন। শুরুটা ছিলো নাট্যকার শিহাব শাহীনের সাথে রমিজের আয়না দিয়ে।

বাংলা নাট্যর দিকপাল সেলিম আল দীনের হাতে নাটক লেখার হাতখড়ি। গিয়াস উদ্দিন সেলিমের সাথে কাজ করে অভিজ্ঞান হয়েছে টেলিভিশন নাটক রচনার। এবারের ঈদ উল ফিতরে তন্বীর তিনটি নাটক প্রচারিত হবে বিভিন্ন টেলিভিশনে। তার মধ্যে পরশ পাথর প্রচারিত হবে গাজী টিভিতে ঈদের তৃতীয় দিন রাত ৮টায়। এতে অভিনয় করেছেন সুবর্ণা মুস্তাফা, জিতু আহসান, দীপা খন্দকার।

ঈদের পঞ্চম দিন রাত ৯টা ৫মিনিটে বাংলাভিশনে প্রচারিত হবে ‘দ্বিতীয় যাত্রার আগে’। এতে অভিনয় করেছেন শর্মিলী আহমেদ, আব্দুন নূর সজল, মেহজাবীন চৌধুরী, আজম খান এবং একটি বিশেষ দৃশ্যে দেখা যাবে শবনম ফারিয়াকে। দুটো নাটকই পরিচালনা করেছেন চয়নিকা চৌধুরী।

নীরা ও আমি প্রচারিত হবে ঈদের ৬ষ্ঠ দিন রাত ১০টায় আরটিভিতে। পরিচালনা করেছেন ফাহমিদা ইরফান। অভিনয় করেছেন ইন্তেখাব দিনার, সামিয়া, অথৈই, আবীর মির্জা, মিলি বাশার।

সব গুলো নাটকে নারীর প্রাধান্য বেশি কেন? পরিচালকও নারী কেন? জানতে চাইলে নাট্যকার বললেন, পুরুষ পরিচালক যারা স্ক্রিপ্ট নিয়েছেন তারা নাটক বানাতে পারেননি প্রোডিউসারের অভাবে। অনেকে নতুনদের প্রতি আস্থা রাখতে পারেন না। সেটিও একটা কারণ হতে পারে। আর এই দু’জন পরিচালক আমার লেখা খুব পছন্দ করেন। এছাড়া এরা পরিচালক হিসেবে প্রমানিত এবং জনপ্রিয়। সুতরাং প্রযোজকরা আস্থা রাখেন। তবে নতুন ছেলেমেয়েরা অনেক ভালো কাজ করে।