ঈদের মাসে রেমিট্যান্স এসেছে ১৪২ কোটি ডলার

লেখক:
প্রকাশ: ৭ years ago

অগাস্টে বৈধ পথে রেমিট্যান্স বেড়েছে প্রায় ২৭ ভাগ। ঈদ উপলক্ষ্যে প্রবাসীরা দেশে পাঠিয়েছে প্রায় ১শ ৪২ কোটি ডলার। যা গত ১৪ মাসের মধ্যে সর্বোচ্চ। এজন্য টাকার বিপরীতে ডলারের মান বেড়ে যাওয়াকে বড় কারণ বলছেন বিশ্লেষকরা। রেমিট্যান্স প্রবাহের এই ধারা ধরে রাখতে হুন্ডি বন্ধে কার্যকর ব্যবস্থা নেয়ার তাগিদ দিয়েছেন তারা।

বিশ্ব অর্থনীতিতে মন্দা, তেলের দরপতনসহ নানা কারণে ২০১৬-১৭ অর্থবছরের শুরু থেকে কমতে থাকে বৈধ পথে প্রবাসীদের পাঠানো অর্থের পরিমাণ। অর্থ বছরের শেষ দিকে মে মাসে রেমিট্যান্স বাড়লেও জুন- জুলাইয়ে তা আবার কমে যায়।

অগাস্টের ঈদ আর হজ উপলক্ষে রেমিট্যান্স এসেছে ১শ ৪২ কোটি ডলার। যা আগের বছরের একই সময়ের তুলনায় ৩৫ ভাগ বেশি। সবশেষ ২০১৬ সালের জুনে ১শ ৪৬ কোটি ডলার রেমিট্যান্স পাঠায় প্রবাসীরা।

মোবাইল ব্যাংকিং প্রসারের ফলে বেড়েছে অবৈধ পথে টাকা পাঠানোর প্রবণতা। হুন্ডি বন্ধে বিভিন্ন দেশে অভিযান চালায় বাংলাদেশ ব্যাংক। পাশাপাশি ফি কমানো, সেবা ও রেমিট্যান্স বুথ বাড়াতে কাজ করছে এই নিয়ন্ত্রক সংস্থা।

বিশ্লেষকের বলছেন, বৈধ পথে রেমিট্যান্স বাড়াতে প্রবাসীদের বিনিয়োগে উৎসাহিত করতে হবে। এজন্য বন্ড ব্যবস্থার আধুনিকায়নের ওপর জোর দিয়েছেন তারা।

রেমিট্যান্স বাড়াতে নতুন নতুন বাজার অনুসন্ধান ও দক্ষ জনশক্তি পাঠানোরও পরামর্শ দিয়েছেন বিশ্লেষকেরা।