সোমবার ঈদের দিন বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। শনিবার সন্ধ্যায় অধিদপ্তরের পূর্বাভাসে জানানো হয়েছে, পরবর্তী ৪৮ ঘণ্টায় বৃষ্টিপাতের প্রবণতা বাড়তে পারে। বঙ্গোসাগরে সৃষ্ট নিম্নচাপ লঘুচাপে পরিণত হয়ে মৌসুমি বায়ুর অক্ষের সঙ্গে মিলেছে। অক্ষের বর্ধিতাংশ বাংলাদেশের দক্ষিণাঞ্চল হয়ে আসাম পর্যন্ত বিস্তৃত হয়েছে।
আবহাওয়াবিদ আবদুর রহমান জানিয়েছেন, মৌসুমি বায়ু সক্রিয় থাকায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। ঈদের দিন বিকেল থেকে বৃষ্টিপাতের প্রবণতা বাড়তে পারে। তবে বৃষ্টি একটানা না হয়ে থেমে থেমে হওয়ার সম্ভাবনা রয়েছে।
আবহাওয়ার পূর্বাভাসে জানানো হয়েছে, রোববার সারাদেশেই হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি হতে পারে। কোথাও কোথাও মাঝারি থেকে ভারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এতে ঈদের দিন ভোগান্তি বাড়তে পারে।