ফেনীর দাগনভূঞায় বাসচাপায় দুই মুসল্লি নিহত হয়েছেন। শনিবার সকালে পৌর শহরের জিরো পয়েন্টে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন-দাগনভূঞা উপজেলার রামনগর ইউনিয়নের মমিনুলের ছেলে মো. জাহিদ ও অন্যজনের নাম-পরিচয় জানা যায়নি।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, সকালে নোয়াখালী থেকে ঢাকাগামী ক্ল্যাসিক পরিবহনটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে ঈদের জামাতের জন্য অপেক্ষারতদের চাপা দেয়। এতে অজ্ঞাতনামা একজন চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই মারা যান।
গুরুতর অবস্থায় আহতদেরকে উদ্ধার করে ফেনী সদর হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক জাহিদকে মৃত ঘোষণা করে।
ওসি আবুল কালাম আজাদ জানান, নিহতদের মরদেহ উদ্ধার করে হাসপাতালের মর্গে রাখা হয়েছে। পুলিশ বাসটিকে আটক করলেও ড্রাইভার পলাতক রয়েছে।