ঈদের দিনেও কর্মব্যস্ত গণমাধ্যমকর্মীরা

:
: ৫ years ago

আজ মুসলিম ধর্মলম্বীদের ২য় বৃহত্তর ধর্মীয় উৎসব পবিত্র-ঈদ-ঊল আযহা। এই দিনটি উপলক্ষ্যে সরকারী-বেসরকারী সকল প্রতিষ্ঠানে ছুটির নিয়ম থাকলেও এই ছুটি থেকে বঞ্চিত গণমাধ্যমর্কীরা।

ইতিমধ্যে ঈদ আনন্দ প্রিয়জনদের সঙ্গে ভাগাভাগি করে নিতে ব্যস্ত সবাই।এরই মাঝে কিছু মানুষ ব্যস্ত গণমাধ্যমকর্মীরা, তাদের জীবনে নেই অবসর, মিলছে না ছুটি। ঈদের দিনও তাদের পূর্বের দিনগুলোর মতোই কাটছে কর্মব্যস্ততায়। পেশাগত দায়িত্ব পালনে তৎপর থাকতে হয় এদের। পরিবার-পরিজন বন্ধু-বান্ধব সবাই যখন হই চই করে ঈদের খুশি ভাগাভাগিতে ব্যস্ত থাকে তখন তারা পেশাগত কারণে দায়িত্বের বোঝা মাথায় নিয়ে সকলের মাঝে সর্বশেষ সংবাদটি পৌঁছে দিতে উৎসব আনন্দের উর্দ্ধে থাকছেন। মাত্র গুটিকয়েক গণমাধ্যমকর্মীরা এই ঈদে ছুটি পেলেও এই ঈদ থেকে বঞ্চিত বেশিরভাগ গণমাধ্যমকর্মীরা। আর ঈদে ছুটি না পেলেও যেন কষ্ট নেই এই পেশার মানুষগুলোর। নিউজ কাভারেজের মধ্যেই যেন আনন্দ খুঁজে পায় তারা।

আনন্দ টেলিভিশনের ন্যাশনাল ডেস্ক ইনচার্জ মিরন আহমেদ বলেন, ঈদ মানেই আনন্দ, ঈদ মানেই খুশি। আমরা পরিবার পরিজন রেখে ঈদের দিনেও সারাদেশে ঘটে যাওয়া সকল সংবাদ পৌঁছে দেই সকলের মাঝে এটাও একটা আনন্দ, আমাদের পরিবারের পাশাপাশি কর্মস্থল হচ্ছে আরেকটা পরিবার।

দৈনিক যুগন্তরের বরিশাল অফিসের ফটোগ্রাফার শামীম আহমেদ বলেন, আমরা যারা প্রোফেশনাল ফটো সাংবাদিক আমাদের প্রতিদিনই কাজ করতে হয়। অফিস দুই দিন বন্ধ কিন্তু আমাদের কাজতো আর থেমে নেই, সকালে বৃষ্টির মধ্যে ঈদের নামাজ কাভারেজ দিতে হয়েছে। ঈদ আসে ঈদ যায় কিন্তু গণমাধ্যমর্কীরা ঈদের স্বাধ কখনই পায় না।

নিউজ এডিটরস্ কাউন্সিল বরিশালের সাংগঠনিক সম্পাদক রিপন হাওলাদার বলেন, বরিশালের অনেক স্থানীয় পত্রিকার সাংবাদিক আছে যারা ঈদের আনন্দ থেকে পুরোপুরি বঞ্চিত কারন ঈদে তাদের প্রাপ্য বেতন-বোনাস তারা পায় না। তাদের পরিবার যে কত কষ্টে ঈদ পার করবেন সেটা শুধু তারাই জানে।

তিনি আরও বলেন, ঈদে প্রিন্ট পত্রিকা বন্ধ থাকলেও ইলেক্ট্রনিক ও অনলাইন মিডিয়ার সাংবাদিকদের ছুটি কাটানোর কোন উপায় নেই। তাই তারা সব কিছু বিসর্জন দিয়ে এই মহান পেশা সাংবাদিকতাকে শ্রদ্ধা জানিয়ে পেশাগত দায়িত্ব পালন করে যাচ্ছে।

পবিত্র ঈদ-ঊল-আযহা সকলের জীবনে কল্যাণ বয়ে আনুক, সকলকে ঈদ মেবারক।