ঈদের দ্বিতীয় দিনে রাজধানীর বেশিরভাগ সড়কই ফাঁকা। রাজপথে চলছে হাতেগোনা যানবাহন। তাই ফাঁকা ঢাকার এক প্রান্ত থেকে অন্য প্রান্ত চষে বেড়াচ্ছেন রাজধানীবাসী।
যানজটহীন এই রাজপথ যেন এক অচেনা শহর। ফার্মগেইটের মতো ব্যাস্ত সড়কের এই চিত্র শুধু ঈদের ছুটিতেই সম্ভব। চালাচল করছে হাতে গোনা কিছু যানবাহন।
ব্যস্ততা নেই বাণিজ্যিক এলাকা মতিঝিলেও। নেই কোনো কোলাহল। যেন দীর্ঘ ঝক্কি-ঝামেলা শেষে অঘোরে ঘুমাচ্ছে রাজধানীর বস্ততম কেন্দ্রটি।
ব্যস্ততম সড়ক কাজী নজরুল ইসলাম অ্যাভিনিউর চিত্র এটি। রাস্তা ফাঁকা। তাই ট্রাফিক সিগন্যালের তোয়াক্কা করছে না কেউ। খোশ মেজাজে একটু ঢিলেঢালা দায়িত্ব পালন করছে ট্রাফিক পুলিশ। ফুটপাতেও নেই ভিড়ভাট্টা। নেই হকারদের হাক-ডাকও।
ঈদের ছুটিতে বেশিরভাগ গাড়ি চালক। তাই গণপরিবহনেই ঘুরছেন বেশ কিছু নগরবাসী। অনেকে আবার ফাঁকা রাস্তায় গতিতে গাড়ি চালিয়ে মিটিয়ে নিচ্ছেন যানজটে দীর্ঘ অপেক্ষার ক্ষোভ।
পরন্ত বেলায় ভিড় জমতে শুরু করে আড্ডার গায়গাগুলোতে। কোলাহলে মুখর হয়ে ওঠে বিনোদন কেন্দ্র, সিনেমা হল ও পার্কগুলো।
© স্বত্ব আর্থটাইমস্ ২৪.কম
প্রকাশক ও সম্পাদক: মোঃ জাকারিয়া আলম (দিপু)
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ:বরিশাল-৮২০০।
আমাদের সাথে যোগাযোগ করুন:::
নিউজ মেইল:::
earthtimes24@gmail.com(নিউজ)
news@earthtimes24.com(নিউজ)
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
২০১৭ সর্বস্বত্ব সংরক্ষিত earthtimes24.com