ঈদুল আজহা : পুলিশ কর্মকর্তাদের নির্দেশনা দিলেন বরিশাল রেঞ্জের ডিআইজি

লেখক:
প্রকাশ: ৪ years ago

আসন্ন পবিত্র ঈদুল আজহা উপলক্ষে বরিশাল রেঞ্জের আওতাধীন ৬ জেলার ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তাদের আইন-শৃঙ্খলা ও নিরাপত্তা ব্যবস্থা নিয়ে নির্দেশনা দিয়েছেন ডিআইজি মো. শফিকুল ইসলাম-বিপিএম (বার), পিপিএম।
সোমবার (২৭ জুলাই) দুপুরে ভিডিও কনফারেন্সে এ সংক্রান্ত নির্দেশনা দেন তিনি।
ভিডিও কনফারেন্সে চলমান করোনাভাইরাসের সংক্রমণ রোধে ঈদকে কেন্দ্র করে পর্যটন ও বিনোদন কেন্দ্রসহ পার্ক এবং টুরিস্ট স্পটগুলো জনসমাগম না করা, পশুর হাটগুলোতে পশু কেনা-বেচা, সেগুলো জবাই ও মাংস বিতরণকালে স্বাস্থ্য নির্দেশনা যথাযথভাবে অনুসরণ করার প্রয়োজনীয়তার ওপর জোর দেন ডিআইজি।
জনগণের প্রতি অনুরোধ জানিয়ে স্বাস্থ্যবিধি মেনে ঈদ উদযাপন করার জন্য সবার প্রতি আহ্বান জানান তিনি।