ঈদযাত্রা আগেই রাস্তাগুলোকে সম্পূর্ণভাবে সচল করা হবে-ওবায়দুল কাদের।

:
: ৭ years ago

ঈদুল আজহাকে সামনে রেখে ঘরমুখো মানুষের যাত্রা পুরোপুরি শুরু হওয়ার আগেই রাস্তাগুলোকে সম্পূর্ণভাবে সচল করা হবে বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

শনিবার নোয়াখালীর কবিরহাটে বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ শেষে সাংবাদিকদের সাথে আলাপকালে তিনি একথা জানান।

ওবায়দুল কাদের বলেন, ঈদে ঘরমুখো যাত্রীদের যাত্রা স্বস্তিদায়ক করার জন্য যেকোন মূল্যে রাস্তা সচল রাখা হবে। সে লক্ষ্য সামনে রেখে ইতিমধ্যে ৭০ ভাগ রাস্তা সচল করা হয়েছে। ঈদের পুরোপুরি যাত্রা শুরু হওয়ার আগেই বাকি রাস্তাগুলোকে পুরোপুরি সচল করা হবে।

তিনি আরও বলেন, সড়ক বিভাগের কর্মকর্তা-কর্মচারী, পুলিশ প্রশাসন ও আমি নিজে সার্বক্ষণিক সড়কে থেকে কাজের গতি পর্যবেক্ষণ করবো। এক্ষেত্রে অজুহাত হিসেবে বৃষ্টি-বন্যা এসব দেখা হবে না। এনিয়ে ভয় বা দুশ্চিন্তার কোন কারণ নেই বলেও ঘরমুখো মানুষকে আশ্বস্ত করেন সেতুমন্ত্রী।