ই-ক্যাবের নতুন সভাপতি শমী কায়সার

লেখক:
প্রকাশ: ৭ years ago
শমী কায়সার

ই-কমার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ই-ক্যাব) কার্যকরী পরিষদের সভাপতি নির্বাচিত হয়েছেন অভিনেত্রী ও ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন এফবিসিসিআইয়ের পরিচালক শমী কায়সার। এ ছাড়াও সাধারণ সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন মাসিক কম্পিউটার জগতের প্রধান নির্বাহী আব্দুল ওয়াহেদ তমাল।

গতকাল সোমবার ই-ক্যাবের ধানমন্ডি কার্যালয়ে ২০১৮-১৯ বছরের কার্যকরী পরিষদের পদবন্টনে তারা এই দায়িত্ব পান।

৯ সদস্যবিশিষ্ট ওই কমিটিতে সহসভাপতি হয়েছেন রেজাউনুল হক জামি, জয়েন্ট সেক্রেটারি নাসিমা আক্তার নিশা এবং ফাইন্যান্স সেক্রেটারি হয়েছেন আব্দুল হক অনু।

ওই কমিটির পরিচালক হয়েছেন রাজিব আহমেদ, আশিষ চক্রবর্তী, তানভীর এ মিশুক ও শাহাব উদ্দিন শিপন।

ই-ক্যাবের এক লিখিত বিজ্ঞপ্তিতে বলা হয়, বাংলাদেশের ই-কমার্স খাতের সমস্যা চিহ্নিত করে তা সমাধানে করণীয় নির্ধারণ বিষয়ে সুপারিশ করে ই-ক্যাব। ২০১৫ সালে ই-কমার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ই-ক্যাব) এর যাত্রা শুরু হয়। ই-ক্যাবের বর্তমান সদস্য প্রতিষ্ঠানের সংখ্যা ৭০০। ই-ক্যাব বাংলাদেশ পোস্ট অফিস ও প্রধানমন্ত্রীর কার্যালয়ের এটুআই কর্মসূচির সঙ্গে সারা দেশ ই-কমার্সের পণ্য সেবা পৌঁছে দেওয়ার লক্ষ্যে কাজ করছে।