সবুজে বাঁচি, সবুজে বাঁচাই সুন্দর প্রাণ প্রকৃতি সাজাই এই স্লোগান নিয়ে আজ ১ আগস্ট দুপুর ১২ টায়। কাশীপুর হাইস্কুল এন্ড কলেজের সম্মেলন কক্ষে। ইয়ুথ প্লান ফর সোসাইটি বরিশাল এর আয়োজনে। মাসব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচির শুভ উদ্বোধন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।অনুষ্ঠানের শুভ উদ্বোধন করেন জেলা প্রশাসক বরিশাল এস, এম, অজিয়র রহমান। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অধ্যক্ষ কাশীপুর হাইস্কুল এন্ড কলেজ, মোঃ মামুন-আর-রশীদ।অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট জেলা প্রশাসকের কার্যালয় বরিশাল সুব্রত বিশ্বাস দাস, সম্পাদক দৈনিক ভোরের আলো, সাইফুর রহমান মিরন, কাউন্সিলর ২৯ নং ওয়ার্ড বিসিসি, মোঃ ফরিদ আহমেদ, সিনিয়র সহসভাপতি জেলা আওয়ামীলীগ বরিশাল, মোঃ হোসেন চৌধুরী, সভাপতি ইয়ুথ প্লান ফর সোসাইটি বরিশাল, মোঃ আল আমিনসহ স্কুলের শিক্ষক শিক্ষার্থী এবং সংগঠনের সদস্যরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে আলোচনা সভা শেষে স্কুল প্রাঙ্গনে গাছের চারা রোপণ করেন জেলা প্রশাসক বরিশাল। গাছ লাগানোর পাশাপাশি দেশের চলমান ডেঙ্গু রোগ থেকে বাচতে মশা নিধন ও মশার বংশ বিস্তার রোধে বাড়ির চারপাশ পরিষ্কার পরিচ্ছন্ন রাখার জন্য সকলের প্রতি আহ্বান জানান জেলা প্রশাসক বরিশাল।