পাকিস্তানের রাজধানী ইসলামাবাদের উপকণ্ঠে নিরাপত্তা বাহিনীর সদস্যদের সঙ্গে কারাবন্দি সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের সমর্থকদের ভয়াবহ সংঘর্ষের ঘটনা ঘটেছে। এই সংঘর্ষে পুলিশের অন্তত এক সদস্য নিহত ও আরও কয়েক ডজন আহত হয়েছেন। সোমবার পাকিস্তানের ক্ষমতাসীন সরকারের একজন মন্ত্রী ও ইমরান খানের রাজনৈতিক দল পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ (পিটিআই) এই তথ্য জানিয়েছে।
ইমরান খানের মুক্তির দাবিতে পিটিআইয়ের নেতাকর্মীদের ইসলামাবাদ অভিমুখী পদযাত্রায় সংঘর্ষের ঘটনায় নিরাপত্তা বাহিনীকে দায়ী করেছে দলটি।
ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স বলছে, ইমরান খানের মুক্তির দাবিতে সংসদের সামনে অবস্থান কর্মসূচি পালনের ঘোষণা দিয়েছে পিটিআই। বিক্ষোভকারীদের আটকে দেওয়ার লক্ষ্যে কর্তৃপক্ষ গত দু’দিন ধরে ইসলামাবাদে নিরাপত্তা লকডাউন ঘোষণা করেছে। ইসলামাবাদের আশপাশের সব মহাসড়কে ব্যারিকেড তৈরি করে বিক্ষোভকারীদের বাধা দেওয়া হয়েছে।
ইসলামাবাদের প্রধান প্রধান সব সড়ক ও মহাসড়কে শিপিং কনটেইনার ব্যবহার করে প্রতিবন্ধকতা তৈরি করা হয়েছে। পিটিআইয়ের বিক্ষোভ কর্মসূচি ঘিরে ইসলামাবাদে দাঙ্গা পুলিশ ও আধা-সামরিক বাহিনীর অতিরিক্ত সদস্য মোতায়েন করা হয়েছে।
দেশটির সরকারি কর্মকর্তা ও প্রত্যক্ষদর্শীরা বলেছেন, পাকিস্তান তেহরিক-ই-ইনসাফের (পিটিআই) বিক্ষোভকারীদের বাধা দেওয়ার জন্য পূর্বাঞ্চলীয় পাঞ্জাব প্রদেশের একাধিক শহর ও টার্মিনালের মাঝে চলাচলকারী সব ধরনের গণপরিবহনও বন্ধ করে দেওয়া হয়েছিল।
পাঞ্জাবের তথ্যমন্ত্রী উজমা বুখারি বলেছেন, ‘‘আমরা তাদের রাজধানীতে তাণ্ডব চালাতে দেব না। ইমরান খানের দলের প্রায় ৮০ জন সমর্থককে গ্রেপ্তার করা হয়েছে।’’
এক সংবাদ সম্মেলনে তিনি বলেছেন, ইসলামাবাদের কাছে বিক্ষোভকারীদের সঙ্গে সংঘর্ষে গুলিবিদ্ধ হয়ে পুলিশের একজন কর্মকর্তা নিহত ও অন্তত ৭০ জন আহত হয়েছেন। প্রদেশের আরও কয়েকটি এলাকাতেও সংঘর্ষ হয়েছে বলে জানিয়েছেন তিনি।
পিটিআই বলেছে, তাদের অনেক কর্মী আহত হয়েছেন। সোমবার বেলারুশের প্রেসিডেন্ট আলেকজান্ডার লুকাশেঙ্কোর সফরের আগে ইসলামাবাদে অতিরিক্ত নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। বিক্ষোভকারীদের ঠেকাতে সরকার সহিংস কৌশল ব্যবহার করছে বলে অভিযোগ করেছে ইমরান খানের দল। পিটিআইয়ের নেতারা বলেছেন, আইনশৃঙ্খলাবাহিনী শত শত কর্মী ও নেতাকে গ্রেপ্তার করেছে।
‘‘এমনকি তারা তাজা গুলিও চালাচ্ছে,’’ ইমরান খানের ঘনিষ্ট সহযোগী শওকত ইউসুফজাই দেশটির সম্প্রচারমাধ্যম জিও নিউজ টিভিকে জানিয়েছেন। দেশটির পুলিশ এক বিবৃতিতে বলছে, ইসলামাবাদে যেকোনও ধরনের সমাবেশ নিষিদ্ধ করা হয়েছে। কর্তৃপক্ষ ইসলামাবাদ এবং এর পার্শ্ববর্তী রাওয়ালপিন্ডি শহরের সব স্কুল বন্ধ ঘোষণা করেছে।
এদিকে, পিটিআইয়ের বিক্ষোভ-সমাবেশকে কেন্দ্র করে সরকার ইন্টারনেট এবং হোয়াটসঅ্যাপ-সহ বার্তা আদান-প্রদানের অন্যান্য অ্যাপ ধীরগতির করে দিয়েছে বলে অভিযোগ করেছেন দলটি নেতাকর্মীরা।
ইসলামাবাদে সংসদ অভিমুখে পিটিআইয়ের এবারের পদযাত্রাকে ‘‘চূড়ান্ত আহ্বান’ বলে অভিহিত করেছেন ইমরান খান। গত বছরের আগস্টে পিটিআইয়ের এই প্রধানকে কারাগারে পাঠানোর পর থেকে তার মুক্তির দাবিতে আন্দোলন করে আসছে দলটি। অক্টোবরের শুরুর দিকে ইসলামাবাদে পিটিআইয়ের বিক্ষোভ ঘিরে ব্যাপক সহিংসতা দেখা দিয়েছিল দেশটিতে।
সোমবারের পদযাত্রার নেতৃত্বে রয়েছেন ইমরান খানের তৃতীয় স্ত্রী বুশরা বিবি ও খাইবার পাখতুনখোয়া প্রদেশের মুখ্যমন্ত্রী আলী আমিন গান্দাপুর। রোববার রাতে ইসলামাবাদের উপকণ্ঠে এই পদযাত্রা পৌঁছায় বলে দলটি জানিয়েছে।
সূত্র: রয়টার্স।