ইসরায়েলি কর্মকর্তাদের সাথে গোপন বৈঠকের খবর ফাঁস হওয়ার পর সমালোচনার মুখে পদত্যাগ করেছেন যুক্তরাজ্যের আন্তর্জাতিক উন্নয়ন বিষয়কমন্ত্রী প্রীতি প্যাটেল।
দ্য গার্ডিয়ানের খবর, স্থানীয় সময় বুধবার সন্ধ্যায় ব্রিটিশ প্রধানমন্ত্রীর বাসভবন ১০ নম্বর স্ট্রিটে যান প্রীতি প্যাটেল।
সেখানে ৬ মিনিট অবস্থান করে প্রধানমন্ত্রী থেরেসা মে’র কাছে পদত্যাগপত্র দিয়ে দ্রুত বাসভবন ত্যাগ করেন তিনি।
বিবিসির খবর, ব্যক্তিগত ছুটিতে গত আগস্টে ইসরাইল যান প্রীতি প্যাটেল। সেখানে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু এবং অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তাদের সাথে সাক্ষাৎ করেন তিনি।
খবরে বলা হয়, সোমবার তিনি ক্ষমা চেয়েছেন, তবে সমালোচনা ঘণীভূত হওয়ায় বুধবার তাকে আফ্রিকা সফর থেকে ফিরে আসার নির্দেশ দেওয়া হয়। এরপর দেশে ফিরে প্রধানমন্ত্রীর কাছে পদত্যাগপত্র জমা দেন তিনি।
৪৫ বছর বসয়ী প্রীতি প্যাটেলকে কনজারভেটিভ পার্টির একজন উদীয়ামন রাজনীতিক হিসেবে দেখা হতো। সরকার গঠনে ভূমিকার কারণে ২০১৬ সালে আন্তর্জাতিক উন্নয়ন বিষয়ক মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হয়।
বিবিসির খবর, এটা বলার অপেক্ষা রাখে না যে, মিস প্যাটেল রক্ষণশীল দলের মতেরই একজন আদর্শ নেতা ছিলেন। তিনি ইউরোপীয় ইউনিয়নের একজন ঘোর সমালোচক, সমকামী বিবাহের বিরুদ্ধে ভোট দিয়েছেন, ধূমপান নিষেধাজ্ঞার বিরুদ্ধে প্রচারণা চালিয়েছেন এবং ইসরায়ের প্রতি দীর্ঘদিনের সমর্থক।