ইসরায়েলকে ধ্বংসের পরই অস্ত্র সমর্পণ : হিজবুল্লাহ

:
: ৬ years ago

লেবাননের সশস্ত্র সংগঠন হিজবুল্লাহর উপ-মহাসচিব শেইখ নায়িম কাসেম বলেছেন, ইসরায়েলকে ধ্বংস করার পর অস্ত্র সমর্পণ করা হবে, এর আগে নয়। শনিবার ইরানের সরকারি বার্তা সংস্থা ‘ইরনা’-কে দেয়া এক সাক্ষাৎকারে তিনি এ কথা বলেছেন।

শেখ নায়িম কাসেম বলেন, সিরিয়ায় হিজবুল্লাহ ও ইরানের ওপর আঘাত হানার ইসরায়েলি ষড়যন্ত্র সফল হতে দেওয়া হবে না। আমেরিকা সিরিয়ার রাজনৈতিক প্রক্রিয়ায় অংশ নিচ্ছে না বলে তিনি জানান।

নায়িম কাসেম হুঁশিয়ারি দিয়ে বলেন, শত্রুদের ভুলের কারণে সিরিয়ায় চলমান সংঘাত বিশ্বযুদ্ধে রূপ নেয়ার আশঙ্কা রয়ে গেছে।

লেবাননের আসন্ন সংসদ নির্বাচনে হিজবুল্লাহ আগের চেয়ে ভালো করবে বলে আশা প্রকাশ করেছেন নায়িম কাসেম। আগামী ৬ মে দেশটিতে সংসদ নির্বাচন হওয়ার কথা রয়েছে।