নিজস্ব প্রতিবেদক: আজ ২৫ এপ্রিল রোজ সোমবার বিকাল ৪ টায় বরিশাল সরকারি বিএম কলেজের বানিজ্য ভবন মাঠে ইসলামী ছাত্র আন্দোলন সরকারি বিএম কলেজ শাখার ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়৷
কলেজ শাখা সভাপতি মুহাম্মাদ আব্দুর রহীম এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক নোমান আহমাদ নাঈমের সঞ্চালনায় ইফতার মাহফিলে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ এর সাবেক কেন্দ্রীয় জয়েন সেক্রেটারি গাজী মুহাম্মাদ উসমান গনী৷
প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, রমজান মাস মহাগ্রন্থ আল কুরআন অবতীর্ণ হওয়ার মাস৷ রোজা আমাদের ত্বাকওয়া অর্জন করার সুযোগ দেয়৷ পবিত্র রমজান মাসে সবাইকে কুরআনী জীবন গঠন ও ত্বাকওয়া অর্জনের আহবান জানান৷ বর্তমান সমাজের দুরাবস্থার জন্য তিনি কুরআনী শিক্ষার অনুপস্থিতকে দায়ী করেন৷
তাই শিক্ষাব্যবস্থা কুরআনের শিক্ষা তথা ইসলামী শিক্ষা অন্তর্ভুক্তির দাবী জানান৷
এছাড়াও ইফতার মাহফিলে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সাবেক কেন্দ্রীয় শূরা সদস্য মুহাম্মদ রেজাউল করীম, বরিশাল বিশ্ববিদ্যালয় সভাপতি শাহীন মাহমুদ, বরিশাল জেলা সভাপতি এইচ এম সানাউল্লাহসহ বিএম কলেজের বিভিন্ন হল ও ডিপার্টমেন্ট দায়িত্বশীলবৃন্দ৷
© স্বত্ব আর্থটাইমস্ ২৪.কম
প্রকাশক ও সম্পাদক: মোঃ জাকারিয়া আলম (দিপু)
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ:বরিশাল-৮২০০।
আমাদের সাথে যোগাযোগ করুন:::
নিউজ মেইল:::
earthtimes24@gmail.com(নিউজ)
news@earthtimes24.com(নিউজ)
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
২০১৭ সর্বস্বত্ব সংরক্ষিত earthtimes24.com