গত ১২ ই রমজান (৪ এপ্রিল -২০২৩ মঙ্গলবার) বিকাল ৩টায় ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ, সরকারি বিএম কলেজ শাখার সভাপতি মোঃ মহিউদ্দিনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক নোমান আহমাদ নাঈমের সঞ্চালনায় কলেজ ক্যাম্পাসের পরিক্ষা ভবনে ছাত্রদের চরিত্র গঠনে মাহে রমজানের তাৎপর্য শীর্ষক আলোচনা সভা ও ইফতার মাহফিল ২০২৩ অনুষ্ঠিত হয়।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ইসলামী আন্দোলন বাংলাদেশ এর প্রেসিডিয়াম সদস্য,আলহাজ্ব হযরত মাওলানা মোসাদ্দেক বিল্লাহ আল-মাদানী, অধ্যক্ষ চরমোনাই কামিল মাদরাসা।
তিনি তার বক্তব্যে বলেন, দেশে নিত্য প্রয়োজনীয় প্রতিটি পণ্য ক্রয়সীমার বাইরে চলে যাচ্ছে এবং সরকার জনগণের সাথে খেলা করছে,এ মাস সকল মাসের চেয়ে উত্তম। এই মাস অন্যায় কাজ থেকে উম্মতে মুহাম্মাদীকে দূরে রাখার বার্তা দেয়। রমজান মাস কুরআনের ঘোষণা অনুযায়ী তাকওয়া ও মুজাহাদার মাস বলা হয়, এ মাস আমাদের সকলের ভিতর ভ্রাতৃত্ব বন্ধনে আবদ্ধ হওয়ার সুযোগ করে দিয়েছে। তাই সকলের উচিত এ মাসকে কেন্দ্র করে বাকি মাসগুলোতেও রমজানের ভুমিকাকে কাজে লাগানো।
উক্ত অনুষ্ঠানে, প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন, মুহাম্মাদ ইবরাহীম হুসাইন মৃধা ,জয়েন্ট সেক্রেটারি জেনারেল, ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ।
প্রধান বক্তা তার বক্তব্যে বলেন, রমজান মাস আমাদের জন্য অত্যন্ত গৌরবের, আনন্দের একটি মাস, আল্লাহর নৈকট্য হাসিলের মাস, এই মাস আমাদের জন্য অনেক কিছুর শিক্ষনীয় একটি মাস, তারই ধারাবাহিকতায় পবিত্র এই পবিত্র মাহে রমজান মাস ছাত্রদের চরিত্র গঠনে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভুমিকা রাখে, তাই ছাত্রসমাজের উচিত পবিত্র মাহে রমজানের গুরুত্বকে জীবনের প্রতিটি ধাপে ধাপে কাজে লাগানো।
তিনি রমজানের ভুমিকায় ছাত্র সমাজকে সুন্দর চরিত্র গঠনে প্রতি উদাত্ত আহবান জানান। উক্ত অনুষ্ঠানে, বিশেষ অতিথির বক্তব্য রাখেন- প্রফেসর আবুল বাশার মিঞা, সদ্য সাবেক-বিভাগীয় প্রধান, প্রাণিবিদ্যা বিভাগ, সরকারি ব্রজমোহন কলেজ,বরিশাল। জনাব মো: আমিনুল ইসলাম, সহোযোগী অধ্যাপক, ইসলামের ইতিহাস ও সংস্কৃত বিভাগ, সরকারি বিএম কলেজ, বরিশাল। মাওলানা আবুল হোসাইন মো: আব্দুল্লাহ, সাবেক কেন্দ্রীয় সদস্য, ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ।
আরো উপস্থিত ছিলেন ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ সরকারি বি এম কলেজ শাখার সাবেক সভাপতি মো: আবু বকর সিদ্দিক, মো: রেজাউল করিম।
অনুষ্ঠানে এছাড়া আরও উপস্থিত ছিলেন ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ বরিশাল বিশ্ববিদ্যালয়ের সভাপতি আনোয়ার হোসেন মঞ্জু , বরিশাল মহানগরের সভাপতি, মো: জাহিদুল ইসলাম ও বরিশাল জেলার সভাপতি, এইচ এম আল-আমিন, আরো উপস্থিত ছিলেন, ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ বিএম কলেজ শাখার সহ সভাপতি মুহাম্মদ এসএম হাসান রাজু , সাংগঠনিক সম্পাদক মুহাম্মদ সাইদুর রহমান সিকদার , প্রশিক্ষণ সম্পাদক ইমাম হাসান, দাওয়াহ্ সম্পাদক গাজী মুহাঃ সাইদুর রহমান , মুহামিনুল ইসলাম ফরহাদ, অর্থ ও কল্যাণ সম্পাদক মুহাঃ আবু বকর , মুহাম্মাদ হেমায়েত, সাহিত্য ও সংস্কৃতি সম্পাদক মুহাম্মদ হান্নান উদ্দিন সাকিল, কার্যনির্বাহী সদস্য মুহাম্মদ শোয়াইব প্রমুখ।
© স্বত্ব আর্থটাইমস্ ২৪.কম
প্রকাশক ও সম্পাদক: মোঃ জাকারিয়া আলম (দিপু)
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ:বরিশাল-৮২০০।
আমাদের সাথে যোগাযোগ করুন:::
নিউজ মেইল:::
earthtimes24@gmail.com(নিউজ)
news@earthtimes24.com(নিউজ)
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
২০১৭ সর্বস্বত্ব সংরক্ষিত earthtimes24.com