অনলাইন ডেস্ক : প্রধান প্রজনন মৌসুমে ইলিশ সংরক্ষণের লক্ষ্যে সমুদ্র ও নদীতে গত ৭ অক্টোবর থেকে ২২ দিনের জন্য ইলিশ ধরায় নিষেধাজ্ঞা জারি করা হয়েছে।
শুরু হওয়া এ নিষেধাজ্ঞা নিষেধাজ্ঞা অমান্য করে নদীতে মা ইলিশ শিকারের দায়ে গত ২০ দিনে বরিশাল বিভাগের ৬ জেলায় ৮’শ ৯২ জেলেকে বিভিন্ন মেয়াদে কারাদন্ড দিয়ে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।
পাশাপাশি এ পর্যন্ত ১৬ লাখ ১ হাজার ৯ শত টাকা জরিমানা আদায় করা হয়েছে এবং ৭ হাজার ২৯ কেজি ইলিশ ও প্রায় ২৭ লক্ষ মিটার অবৈধ জাল জব্দ করা হয়েছে বলে জানিয়েছেন বিভাগীয় মৎস অফিসের সিনিয়র সহকারী পরিচালক আজিজুল হক। তিনি জানান, গত ৭ অক্টোবর থেকে শুক্রবার (২৬ অক্টোবর) মধ্যরাত পর্যন্ত বরিশাল বিভাগের ৬ জেলায় মৎস অধিদপ্তরের নেতৃত্বে মোট ১হাজার ৬৭৩ টি অভিযান ও ৮৭৭ টি মোবাইল কোর্ট পরিচালনা করা হয়েছে। যার অনুকুলে ৮৪৬ টি মামলা দায়ের করা হয়েছে।