ইলিশ শিকারে নিষেধাজ্ঞা: বরিশালে ১৫ দিনে ৬৩৭ জেলের কারাদন্ড

:
: ৬ years ago

প্রধান প্রজনন মৌসুমে ইলিশ সংরক্ষণের লক্ষ্যে সমুদ্র ও নদীতে গত ৭ অক্টোবর থেকে ২২ দিনের জন্য ইলিশ ধরায় নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। শুরু হওয়া এ নিষেধাজ্ঞা অমান্য করে নদীতে মা ইলিশ শিকারের দায়ে ১৫ দিনে বরিশাল বিভাগের ৬ জেলায় ৬’শ ৩৭ জেলেকে বিভিন্ন মেয়াদে কারাদন্ড দিয়ে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।

পাশাপাশি এ পর্যন্ত ৮ লাখ ৩০ হাজার ৯ শত টাকা জরিমানা আদায় করা হয়েছে এবং ৫ হাজার ০৯ কেজি ইলিশ ও প্রায় ২০ লক্ষ মিটার অবৈধ জাল জব্দ করা হয়েছে বলে জানিয়েছেন বিভাগীয় মৎস অফিসের সহকারী পরিচালক আজিজুর রহমান।

তিনি জানান, গত ৭ অক্টোবর থেকে আজ রোববার (২১অক্টোবর) সন্ধ্যা পর্যন্ত বরিশাল বিভাগের ৬ জেলায় মৎস অধিদপ্তরের নেতৃত্বে মোট ১হাজার ২১৩ টি অভিযান ও ৬৫৬ টি মোবাইল কোর্ট পরিচালনা করা হয়েছে। যার অনুকুলে ৫৬১ টি মামলা দায়ের করা হয়েছে।