দক্ষিণ আফ্রিকান প্রকৌশলী ও প্রযুক্তি খাতের শত কোটিপতি ইলনমাস্ক, অ্যামাজনের প্রতিষ্ঠাতা জেফ বেজোস, ওরাকলের সহপ্রতিষ্ঠাতা ল্যারি এলিসন-কে বাংলাদেশের বিনিয়োগ সম্মেলনে আমন্ত্রণ জানাচ্ছে বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ (বিডা)। আগামী বছরের এপ্রিলের প্রথমার্ধে অনুষ্ঠিত হবে তিন দিনের এই সম্মেলন।
এরই মধ্যে স্পেস এক্স প্রধান ইলন মাস্কের নিরাপত্তা উপদেষ্টা ঢাকা সফর করেছেন বলে জানা গেছে। নোবেল বিজয়ী ডঃ ইউনুসের নেতৃত্বাধীন অন্তর্বর্তীকালীন সরকার ইলন মাস্কের সফর নিয়ে খুব আশাবাদী বলে জানিয়েছেন সরকারের দায়িত্বশীল একাধিক সূত্র ।
তবে বিডার পক্ষ থেকে এ বিষয়ে কোনো তথ্য দেয়া হয়নি বলে জানিয়েছেন সংস্থাটির জনসংযোগ কর্মকর্তা প্রকাশ কুমার মণ্ডল।
অবশ্য ঢাকার একটি ট্যাবলয়েড দৈনিকের খবর অনুযায়ী, ঢাকায় বৈশ্বিক বিনিয়োগকারীদের এই জমকালো আয়োজন নিয়ে একাধিক কূটনৈতিক ও সরকারি কর্মকর্তা কাজ শুরু করেছেন। সংশ্লিষ্টরা জানিয়েছেন, ৫৩ বছরের ইতিহাসের সেরা বিনিয়োগ সম্মেলনের লক্ষ্যে এপ্রিলের প্রথমার্ধকে টার্গেট করে প্রস্তুতি চলছে। প্রস্তাবিত সময় বা তার কাছাকাছি তারিখে এ সম্মেলন অনুষ্ঠিত হবে। সম্মেলনে বৈশ্বিক টাইকুনদের বিনিয়োগের জন্য আকর্ষণে ডঃ ইউনুসের ইমেজ ব্যবহারের চেষ্টা করছে বাংলাদেশ।
বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের (বিডা) আয়োজনে পুরো সরকার তথা প্রশাসনযন্ত্র এই মেগা ইভেন্ট বাস্তবায়নে যুক্ত থাকছে।
ব্লুমবার্গের প্রতিবেদন অনুযায়ী, ইলন মাস্ক প্রথম ব্যক্তি হিসেবে ৪০ হাজার কোটি বা ৪০০ বিলিয়ন ডলার সম্পদের মালিক হয়েছেন। তার কোম্পানি টেসলা এবং স্পেসএক্সের দ্রুত বাজার বৃদ্ধিতে বিশ্বের এক নম্বর ধনীর তালিকায় উঠে আসে তার নাম। মার্কিন ইন্টারনেট উদ্যোক্তা এবং বিনিয়োগকারী বান্ধবী লেখক-সাংবাদিক-উপস্থাপক লরেন সানচেজ এর সঙ্গে বাহুডোরে আবদ্ধ হওয়ার রিউমারে ফের আলোচনায় এসেছেন। তিনিও শতকোটিপতির শীর্ষ ১০ জনের একজন। আর চলতি বছরেই বেজসকে ছাড়িয়ে বিশ্বের দ্বিতীয় ধনী ব্যক্তি হয়ে ওঠেন ল্যারি এলিসন। ফোর্বস এর হিসাবে তার বর্তমান সম্পত্তির পরিমাণ ১৭ লক্ষ ২৪ হাজার কোটি টাকা।
© স্বত্ব আর্থটাইমস্ ২৪.কম
প্রকাশক ও সম্পাদক: মোঃ জাকারিয়া আলম (দিপু)
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ:বরিশাল-৮২০০।
আমাদের সাথে যোগাযোগ করুন:::
নিউজ মেইল:::
earthtimes24@gmail.com(নিউজ)
news@earthtimes24.com(নিউজ)
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
২০১৭ সর্বস্বত্ব সংরক্ষিত earthtimes24.com