ইরানের বিপ্লবী গার্ড বাহিনীর আল কুদস ফোর্সের প্রধান মেজর জেনারেল কাশেম সোলাইমানি হত্যার প্রতিবাদে ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরে ব্যাপক বিক্ষোভ অনুষ্ঠিত হয়েছে।
মার্কিন হামলায় ইরাকের রাজধানী বাগদাদে কাশেমি নিহত হওয়ার পর শুক্রবার হাজার হাজার মুসলিম কাশ্মীরে বিক্ষোভ করেন। এ সময় বিক্ষোভকারীরা যুক্তরাষ্ট্র ও ইসরায়েলবিরোধী স্লোগান দেন। অনেকের হাতে যুক্তরাষ্ট্রের ধ্বংস চাই লেখা প্ল্যাকার্ড দেখা যায়।
শুক্রবার ভোররাতে মার্কিন ড্রোন হামলায় ইরানের অভিজাত বাহিনী রেভল্যুশনারি গার্ডের (আইআরজিসি) কুদস্ ফোর্সের কমান্ডার মেজর জেনারেল কাসেম সোলেইমানি ও ইরাকের মিলিশিয়া গোষ্ঠী পপুলার মোবিলাইজেশন ফোর্সের প্রধান আবু মাহদি আল মোহানদিস নিহত হন।
হত্যাকারীদের বিরুদ্ধে ভয়ঙ্কর সর্বোচ্চ প্রতিশোধ নেয়ার হুমকি দিয়েছেন ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনি।
খামেনি বলেছেন, যেসব অপরাধী তাদের নোংরা হাত দিয়ে গতরাতে জেনারেল সোলেইমানির রক্ত ঝরিয়েছে তাদের জন্য ভয়ঙ্কর প্রতিশোধ অপেক্ষা করছে।
মেজর জেনারেল কাসেম সোলেইমানির হত্যায় এক শোকবার্তায় এ হুঁশিয়ারি দিয়ে তিনি ইরানে তিনদিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করেন।