ইরানে যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের নতুন নিষেধাজ্ঞা

লেখক:
প্রকাশ: ৮ মাস আগে

ইসরায়েলকে শান্ত করতে মার্কিন যুক্তরাষ্ট্র এবং যুক্তরাজ্য ইরানের উপর নতুন দফা নিষেধাজ্ঞা আরোপ করেছে। বৃহস্পতিবার এ নিষেধাজ্ঞা জারি করা হয়।

 

আল-জাজিরা অনলাইন জানিয়েছে, মার্কিন অর্থ দপ্তর ইরানের ১৬ ব্যক্তি ও দুটি প্রতিষ্ঠানের ওপর নিষেধাজ্ঞা জারি করেছে। এই প্রতিষ্ঠানগুলো ড্রোনের ইঞ্জিন তৈরি করে। গত ১৩ এপ্রিল ইসরায়েলে যেসব ইরানি ড্রোন হামলা চালিয়েছিল সেগুলোর ইঞ্জিন এসব প্রতিষ্ঠান তৈরি করেছিল।

এছাড়া যুক্তরাজ্য ইরানের ড্রোন এবং ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র শিল্পের সাথে জড়িত বেশ কয়েকটি সামরিক সংস্থা, ব্যক্তি এবং সংস্থাকে লক্ষ্য করে নিষেধাজ্ঞা জারি করেছে।

 

আরও নিষেধাজ্ঞা আরোপ করা হবে উল্লেখ করে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন বলেছেন, ‘আমাদের মিত্র ও অংশীদাররা ইরানের অস্থিতিশীল সামরিক কর্মসূচি সীমিত করার জন্য অতিরিক্ত নিষেধাজ্ঞা ও পদক্ষেপ জারি করেছে বা করবে।…আমি অর্থ দপ্তরসহ আমার দলকে ইরানের সামরিক শিল্পকে আরও অবনমিত করে এমন নিষেধাজ্ঞা আরোপ করা চালিয়ে যেতে নির্দেশ দিয়েছি।’