ইরানে পৌঁছল সোলেইমানির মরদেহ

লেখক:
প্রকাশ: ৫ years ago

বাগদাদে মার্কিন হামলায় নিহত এলিট কুদস বাহিনীর প্রধান জেনারেল কাসেম সোলেইমানির মরদেহ ইরানে পৌঁছেছে। রোববার সোলেইমানির মরদেহ ইরানের দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় আহওয়াজ শহরে পৌঁছে। ইরানী সংবাদ সংস্থা আইআরআইবি’র বরাত দিয়ে এই খবর নিশ্চিত করেছে রয়টার্স।

আইআরআইবি’র বরাত দিয়ে রয়টার্স জানায়, কাসেম সোলেইমানির মরদেহ নিয়ে হাজার হাজার মানুষ কালো পোষাক পড়ে শোক মিছিল করেছেন।

ঘোষিত পরিকল্পনা অনুযায়ী, রোববার স্থানীয় সময় সকাল ৮টায় খুজিস্তান প্রদেশের কেন্দ্রীয় শহর আহওয়াজে জেনারেল সোলাইমানির জানাযা অনুষ্ঠিত হবে। এরপর তার মরদেহ নিয়ে যাওয়া হবে ইরানের উত্তর-পূর্বাঞ্চলীয় মাশহাদ নগরীতে। সেখানে আরেক দফা জানাযা নামাজ অনুষ্ঠিত হবে।

এরপর যথাক্রমে তেহরান, কোম ও জেনারেল সোলেইমানির জন্মস্থান দক্ষিণ ইরানের কেরমান শহরে তার নামাজে জানাযা অনুষ্ঠিত হবে। এরপর জেনারেলের ওসিয়ত অনুযায়ী কেরমানেই তার দাফন সম্পন্ন হবে।

গত শুক্রবার ইরাকের বাগদাদের একটি আন্তর্জাতিক বিমানবন্দরে মার্কিন যুক্তরাষ্ট্রের বিমান হামলায় ইরানের বিপ্লবী এলিট কুদস বাহিনীর প্রধান জেনারেল কাসেম সোলেইমানি ও ইরান সমর্থিত পপুলরার মবিলাইজেশন ফোর্সেসের (পিএমএফ) উপ-প্রধান আবু মাহদি আল-মুহান্দিসসহ বেশ কয়েকজন নিহত হন।