ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনীর প্রধান মেজর জেনারেল হোসেইন সালামি। ছবি : সংগৃহীত
#

ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনীর (আইআরজিসি) প্রধান মেজর জেনারেল হোসেইন সালামি বলেছেন, ‘ইরানের জনগণের ঐক্য ও সংহতি এবং প্রতিরোধ করার ক্ষমতা শত্রুদের অবাক করে দিয়েছে। ইরানের সামরিক শক্তির সামনে আমেরিকা অসহায় হয়ে পড়েছে বলেও মন্তব্য করেন সালামি।’

গতকাল শুক্রবার ইরানের উত্তর-পশ্চিমাঞ্চলীয় আরদেবিল প্রদেশের আইআরজিসি জওয়ানদের এক সমাবেশে ভাষণ দিতে গিয়ে এ কথা বলেন সালামি। সংবাদমাধ্যম পার্স টুডে এ খবর জানিয়েছে।

ইরানি জনগণের প্রতিরোধ ক্ষমতা উপলব্ধি করা শত্রুদের পক্ষে সম্ভব নয় উল্লেখ করে মেজর জেনারেল সালামি বলেন, ইরানের মাটিতে অনুপ্রবেশের কোনো সুযোগ শত্রুকে দেবে না আইআরজিসি। ইরানের সীমান্ত থেকে অনেক দূরেই শত্রুকে আটকে দেওয়ার লক্ষ্যে নানা ধরনের পদক্ষেপ নেওয়া হয়েছে বলেও জানান সালামি। তিনি বলেন, ‘প্রতিরোধ ও অদম্য মানসিক শক্তি শত্রুর বিরুদ্ধে বিজয়ের গুরুত্বপূর্ণ হাতিয়ার।’

আইআরজিসি প্রধান আরো বলেন, ‘আইআরজিসি ভৌগোলিক সীমানাকে আরো বিস্তৃত করবে এবং একদিন শত্রুরা দেখতে পাবে, ইরানের ইসলামি বিপ্লবের প্রভাব অনেক দূর পর্যন্ত ছড়িয়ে পড়েছে। সে সময় শত্রুদের লেজ গুটিয়ে পালিয়ে যাওয়া ছাড়া আর উপায় থাকবে না।’

হোসেইন সালামি ইয়েমেন সেনাবাহিনী প্রসঙ্গে বলেন, ‘গত প্রায় পাঁচ বছর ধরে সৌদি আরবের নেতৃত্বাধীন আগ্রাসী বাহিনীর ভয়াবহ হামলায় ইয়েমেনের জনগণ অত্যন্ত অসহায় হয়ে পড়লেও প্রতিরোধের দৃঢ় সংকল্প তাদের বিজয় এনে দিয়েছে।’

উত্তর দিন

Please enter your comment!
এখানে আপনার নাম লিখুন