সাম্প্রতিক সময়ে যুক্তরাষ্ট্রের সঙ্গে তীব্র উত্তেজনা বিরাজ করছে ইরানের। এর মধ্যেই বুধবার সকালে দেশটির একটি পরমাণু বিদ্যুৎকেন্দ্রের কাছে ভূমিকম্প আঘাত হেনেছে। রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৪ দশমিক ৯।
মার্কিন ভূতাত্ত্বিক জরিপ জানিয়েছে, দেশটির দক্ষিণ-পশ্চিমাঞ্চলে বুধবার ওই ভূমিকম্পটি আঘাত হেনেছে। স্থানীয় সময় বুধবার ভোরের দিকে ভূমিকম্পটি আঘাত হানে।
বুশেহর পরমাণু বিদ্যুৎকেন্দ্র থেকে সামান্য দূরে অবস্থিত বোরাঝান এলাকায় আঘাত হানা ভূমিকম্পটির গভীরতা প্রায় ৬ মাইল। পরমাণু বিদ্যুৎকেন্দ্রের কাছেই ওই ভূমিকম্প হওয়ায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। তবে এখনও পর্যন্ত কোনো ক্ষয়ক্ষতি বা হতাহতের খবর পাওয়া যায়নি।
এদিকে, বুধবার সকালে মাত্র কয়েক ঘণ্টা আগেই এক ঘণ্টার ব্যবধানে ইরাকে মার্কিন ঘাঁটিতে দু'বার হামলা চালানো হয়েছে। ইরানের স্থানীয় সময় ভোর সাড়ে ৫টার দিকে ইরাকের পশ্চিমাঞ্চলের আইন আল আসাদ এবং কুর্দিস্তানের ইরবিলে অবস্থিত মার্কিন সামরিক ঘাঁটিতে ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে ইরান।
© স্বত্ব আর্থটাইমস্ ২৪.কম
প্রকাশক ও সম্পাদক: মোঃ জাকারিয়া আলম (দিপু)
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ:বরিশাল-৮২০০।
আমাদের সাথে যোগাযোগ করুন:::
নিউজ মেইল:::
earthtimes24@gmail.com(নিউজ)
news@earthtimes24.com(নিউজ)
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
২০১৭ সর্বস্বত্ব সংরক্ষিত earthtimes24.com