ইরাকের সাবেক প্রেসিডেন্ট জালাল তালাবানি আর নেই

লেখক:
প্রকাশ: ৭ years ago

ইরাকের সাবেক প্রেসিডেন্ট জালাল তালাবানি আরও নেই (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মঙ্গলবার ৮৪ বছর বয়সে জার্মানির বার্লিনে তিনি মৃত্যুবরণ করেন।

জালাল তালাবানি ইরাকি প্রেসিডেন্টের মধ্যে আলোচিত এক নাম। তিনি প্রথম অ-আরব ইরাকের অারব প্রেসিডেন্ট ছিলেন। শুধু তাই নয়, যুক্তরাষ্ট্রের নেতৃত্বাধীন পশ্চিমা জোটের হস্তক্ষেপে সাদ্দাম হুসেইনের পতনের দুই বছর পর ২০০৫ সালে এই কুর্দিস রাজনীতিক প্রেসিডেন্টের দায়িত্বভার গ্রহণ করেন। এবং ২০১৪ সালে স্বাস্থ্যজনিত কারণ দেখিয়ে তিনি পদত্যাগ করেন।

স্বাধীনতার দাবিতে বর্তমানে তৎপর ইরাকের একমাত্র স্বায়ত্তশাসিত অঞ্চল কুর্দিস্তানের রাজধানী ইরবিলে ১৯৩৩ সালে জন্মগ্রহণ করেন তালাবানি।

কুর্দিদের অধিকারের দাবিতে সরব এই রাজনীতিককে তার সমর্থকরা ‘আঙ্কেল জালাল’ বলে ডাকতেন। তবে সমালোচকরা তাকে পশ্চিমাদের ‘পুতুল প্রেসিডেন্ট’ মনে করতেন।

খবর বিবিসি ও আল-জাজিরার।