ইরফান-মেহজাবিনের ‘অমৃত কথা’

লেখক:
প্রকাশ: ৬ years ago

‘সত্যিকার ভালোবাসার গল্পে কোন সংলাপ দরকার হয় না। কারন, ভালোবাসতে ভাষা লাগে না। ভালোবাসার চাইতে সুন্দর কোন ভাষা হয় না।’ এমনই বিষয়কে প্রতিপাদ্য করে নির্মান হয়েছে নাটক ‘অমৃত কথা’। মাসুম শাহরীয়ার রচিত এই নাটকটি পরিচালনা করেছেন এল আর সোহেল। নাটকটির প্রধান দুটি চরিত্রে অভিনয় করেছেন ইরফান সাজ্জাদ ও মেহজাবিন চৌধুরী।

নাটকের গল্পে দেখা যাবে, একজন বাবা হারা অবিবাহিত যুবক প্রাইভেট ফার্মে চাকরি করে। মাকে নিয়ে তার সংসার। সে একতলা বাড়ির একটা অংশ ভাড়া নিয়ে মায়ের সঙ্গে থাকে। একদিন সকালে সেই যুবকের গলা দিয়ে হঠাৎ রক্ত বের হতে শুরু করে। নানা রকম টেস্টের পর, ডাক্তার বলেন, সিচুয়েশন খুব ভয়াবহ। তার কথা বলা নিষেধ।

এরপর শুরু হয় একটা নির্বাক গল্প। আনাড়ি মুকাভিনয়। দু’একদিনে এই নির্বাক জীবনযাপনে অভ্যস্ত হয়ে পড়ে মা ও ছেলে। পাশের বাড়ির মেয়েটা এই সুযোগে তার ভালোবাসার কথা জানায় ছেলেটির কাছে। এভাবেই এগিয়ে যায় গল্প। তারপর কী হয় দেখতে হবে ‘অমৃত কথা’ নাটকে।

নির্মাতা সূত্রে জানা গেছে, আগামীকাল শুক্রবার এনটিভিতে রাত ৯টা ৫ মিনিটে প্রচার হবে নাটকটি ।