টেকনাফের বালুখালী-১ রোহিঙ্গা অস্থায়ী ক্যাম্পের পাশের গ্রাম থেকে অভিযান চালিয়ে বালুখালী গ্রামের বাসিন্দা মিনা আক্তার (৩৪) নামে এক নারীকে ১০৩ পিস ইয়াবাসহ আটক করা হয়েছে। মিনা মূলত পালংখালি ইউনিয়নের বালুখালি গ্রামের পুরাতন বাজারের জসিম উদ্দিনের মাদক এজেন্ট।
মঙ্গলবার দুপুরে এই অভিযান পরিচালনা করা হয়। অভিযান পরিচালনা করেন বালুখালি অস্থায়ী ক্যাম্পের ক্যাম্প ইন চার্জ ও ফেনী জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও বর্তমানে কক্সবাজার জেলা প্রশাসনে সংযুক্ত নির্বাহী ম্যাজিস্ট্রেট সোহেল রানা। আটককৃত মিনা আক্তারের স্বামীর নাম বেলাল উদ্দিন।
নির্বাহী ম্যাজিস্ট্রেট সোহেল রানা ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, রোহিঙ্গা ক্যাম্পের এক মাদক ব্যবসায়ী মোবাইল ফোনে ইয়াবা অর্ডার করে। এ সময় মিনা প্রতি পিস ১১০ টাকা দাবি করে। ঐ রোহিঙ্গাকে অনুসরণ করে বালুখালি গ্রামে মিনার বাড়িতে গিয়ে তাকে ১০৩ পিস ইয়াবাসহ তাকে আটক করা হয়। আটককৃত মিনার বিরুদ্ধে নিয়মিত মামলার নির্দেশ প্রদান করা হয়েছে।
© স্বত্ব আর্থটাইমস্ ২৪.কম
প্রকাশক ও সম্পাদক: মোঃ জাকারিয়া আলম (দিপু)
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ:বরিশাল-৮২০০।
আমাদের সাথে যোগাযোগ করুন:::
নিউজ মেইল:::
earthtimes24@gmail.com(নিউজ)
news@earthtimes24.com(নিউজ)
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
২০১৭ সর্বস্বত্ব সংরক্ষিত earthtimes24.com