৪৫ দিনের এই প্রশিক্ষণ নিয়ে ইমাম সাহেবদের জাতি গঠনে ভূমিকা রাখতে হবে পাশাপাশি ইসলাম ও রাস্ট্রের বিভিন্ন আইন কানুন সকলের মাঝে তুলে ধরতে হবে তবেই এই প্রশিক্ষণ সফল হবে অনুষ্ঠানে বক্তব্য কালে একথা বলেন প্রধান অতিথি এস, এম, অজিয়র রহমান। আজ ৫ মার্চ সকাল ১১ টায় ইমাম প্রশিক্ষণ একাডেমী বরিশাল ও ইসলামিক ফাউন্ডেশন এর আয়োজনে ইমাম প্রশিক্ষণ একাডেমী মিলনায়তন, কাশিপুরে ৯৬৮ তম দলের ৪৫ দিন ব্যাপী নিয়মিত প্রশিক্ষণ কোর্সে প্রশিক্ষণপ্রাপ্ত ইমাম সাহেবদের সনদ বিতরণী ২০১৯ অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক বরিশাল, এস, এম, অজিয়র রহমান, অনুষ্ঠানের সভাপতিত্ব করেন অধ্যক্ষ, সরকারি বি এম কলেজ বরিশাল, প্রফেসর মোঃ শফিকুর রহমান শিকদার, বিশেষ অতিথি ছিলেন পরিচালক, ইসলামিক ফাউন্ডেশন বিভাগীয় কার্যালয় বরিশাল, মোঃ নিজাম উদ্দিন, আরো উপস্থিত ছিলেন উপ-পরিচালক ইমাম প্রশিক্ষণ একাডেমী বরিশাল, কৃষিবিদ মুহাম্মদ অনিসুজ্জামান, সহকারী পরিচালক, ইমাম প্রশিক্ষণ একাডেমী বরিশাল, আসমা আক্তারসহ প্রশিক্ষক প্রশিক্ষণার্থী ইমাম বৃন্দরা উপস্থিত ছিলেন।
৪৫ দিন ব্যাপী নিয়মিত প্রশিক্ষণ কোর্সে প্রশিক্ষণপ্রাপ্ত ইমাম সাহেবদের মাঝে প্রশিক্ষণে বিভিন্ন বিষয়ে সফলতা অর্জনকারী দের মাঝে পুরস্কার ও সনদ বিতরণ করা হয়