ইমামদের সহায়তায় মাদক মুক্ত সোনার বাংলা গড়ে তোলা সম্ভব-উপ-পুলিশ কমিশনার

লেখক:
প্রকাশ: ৪ years ago

হাম রুবেলা টিকাদা ক্যাম্পেইন-২০২০ উপলক্ষে বিভাগীয় পরিকল্পনা ও সমন্বয় সভা অনুষ্ঠিত হয়। ১৭ ফেব্রুয়ারী সকাল ১১ টায় ইসলামী ফাউন্ডেশন বরিশাল বিভাগীয় কার্যালয় সভাটি অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আনিস মাহমুদ অতিরিক্ত সচিব ও মহাপরিচালক ইসলামী ফাউন্ডেশন ।

 

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরিশাল মেট্টোপলিটন পুলিশের উপ-পুলিশ কমিশনার (দক্ষিণ) মোকতার হোসেন পিপিএম-সেবা ও বরিশাল জেলা সিভিল সার্জন ডাঃ মোঃ মনোয়ার হোসেন। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন বরিশাল জেলা প্রশাসক এস, এম অজিয়র রহমান।

 

অনুষ্ঠানে বিশেষ অতিথি উপ-পুলিশ কমিশনার (দক্ষিণ) মোকতার হোসেন পিপিএম-সেবা বলেন ইমামদের কথা এ সমাজ শুনে তাই ইমামদের সহায়তায় মাদক মুক্ত সোনার বাংলা গড়ে তোলা সম্ভব। তিনি সকলের প্রতি আহবান জানান মাদকের বিরুদ্ধে অবস্থান নেয়ার জন্য।