পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের ডাকা লংমার্চ এর খবর সংগ্রহ করতে গিয়ে কন্টেইনারচাপায় এক নারী সাংবাদিক নিহত হয়েছেন। আগাম নির্বাচনের দাবিতে এই লংমার্চ করছে ইমরানের নেতৃত্বাধীন পাকিস্তান তেহরিক-ই ইনসাফ (পিটিআই)।
দেশটির সংবাদমাধ্যমগুলো বলছে, পাকিস্তানের পাঞ্জাব প্রদেশের প্রাদেশিক রাজধানী লাহোর থেকে রাজধানী ইসলামাবাদ পর্যন্ত এই লংমার্চ করছে পিটিআই। শুক্রবার এই লংমার্চ শুরু হয়। ওই লংমার্চেই রোববার (৩০ অক্টোবর) এ দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনার পর লংমার্চ স্থগিত করা হয়।
নিহত সাংবাদিকের নাম সাদাফ নাইম। তিনি চ্যানেল ফাইভ নামে একটি টিভি স্টেশনের হয়ে কাজ করতেন।
ঘটনার পর এক টুইট বার্তায় ইমরান বলেন, ‘আজ আমাদের মিছিল চলাকালে ভয়ানক এক দুর্ঘটনায় চ্যানেল ফাইভের সাংবাদিক সাদাফ নাইমের মৃত্যুর ঘটনায় গভীরভাবে মর্মাহত ও শোকাহত’।
সূত্র: ডন, জিও নিউজ
© স্বত্ব আর্থটাইমস্ ২৪.কম
প্রকাশক ও সম্পাদক: মোঃ জাকারিয়া আলম (দিপু)
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ:বরিশাল-৮২০০।
আমাদের সাথে যোগাযোগ করুন:::
নিউজ মেইল:::
earthtimes24@gmail.com(নিউজ)
news@earthtimes24.com(নিউজ)
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
২০১৭ সর্বস্বত্ব সংরক্ষিত earthtimes24.com