ইমন ও মাইমুনা মম’র নতুন সংসার জমে উঠেছিল বেশ। এরমধ্যেই দুইজনের মধ্যে শুরু হয় ঝগড়া। মম রাগ করে চলে যায় বাবার বাড়ি চিটাগাং। একদিন সকালে ঘরের দরজা খোলা পেয়ে ঢুকে যায় একটা মেয়ে, নাম মাহা। স্ত্রী মম সেই মাহাকে ইমনের নতুন বউ ভাবে। বিপত্তি শুরু এখানেই। এমনই গল্প নিয়ে নির্মিত হয়েছে নাটক নাটক ‘ইনবিটুইন’।
নাটকটির রচনা ও পরিচালনা করেছেন মুরাদ পারভেজ। আর এতে প্রধান চরিত্রে অভিনয় করেছেন নায়ক ইমন, মাইমুনা মম ও নুসরাত সাবরিনা। ইমনের বিপরীতে প্রথমবারের মতো অভিনয় করতে পরে বেশ উচ্ছসিত মায়মুনা।
এ প্রসঙ্গে মায়মুনা মম বলেন, ‘ইমন ভাইয়ার সাথে কাজ করা দারুন ব্যাপার। তার সঙ্গে অভিনয় করতে গিয়ে একবারও মনে হয়নি প্রথমবারের মতো জুটি হয়েছি আমরা। খুবই উপভোগ করেছি কাজটা। সুযোগ ইমন ভাইয়ার সঙ্গে আরও অভিনয়য় করতে চাই।’
ফিল্ম হকার প্রডাকশনের এই নাটকে আরও অভিনয় করেছেন সামিয়া নাহি, রাহুল, শাহাদাত হোসেন সাগর প্রমুখ। নির্মাতা সূত্রে জানা গেছে, শিগগিরই একটি টিভি চ্যানেলে প্রচার হবে নাটকটি।
© স্বত্ব আর্থটাইমস্ ২৪.কম
প্রকাশক ও সম্পাদক: মোঃ জাকারিয়া আলম (দিপু)
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ:বরিশাল-৮২০০।
আমাদের সাথে যোগাযোগ করুন:::
নিউজ মেইল:::
earthtimes24@gmail.com(নিউজ)
news@earthtimes24.com(নিউজ)
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
২০১৭ সর্বস্বত্ব সংরক্ষিত earthtimes24.com