চলমান কভিড-১৯ পরিস্তিতিতে সরকারি নির্দেশনার আলোকে আগামী ৬ ফেব্রুয়ারি পর্যন্ত সশরীরে ক্লাস বন্ধের সিদ্ধান্ত নিয়েছে ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি)। তবে আবাসিক হল খোলা রেখে স্বাস্থ্যবিধি মেনে এই সময়ে চলমান ও ঘোষিত পরীক্ষাগুলো হবে।
শুক্রবার (২১ জানুয়ারি) রাতে এক জরুরি সভায় এ সিদ্ধান্ত হয়। পরে রেজিস্ট্রার দপ্তরের এক বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।
এবিষয়ে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. শেখ আবদুস সালাম বলেন, সরকারের পক্ষ থেকে বিশ্ববিদ্যালয়গুলোকে নিজেদের বিষয়ে সিদ্ধান্ত নিতে বলা হয়েছে। সে অনুযায়ী আমরা হল প্রভোস্ট, ডিন ও বিভাগীয় সভাপতিদের নিয়ে জরুরি মিটিং করে এসব সিদ্ধান্ত নিয়েছি। আমাদের বিশ্ববিদ্যালয়ের অবস্থান একটু আলাদা। এখানে হল বন্ধ করলে শিক্ষার্থীদের বাইরে থাকার ভালো জায়গা নেই। আর যেখানে জায়গা পাবে এর চেয়ে হলে থাকাটাই বেশি নিরাপদ। তাই সবকিছু বিবেচনা করে হল খোলা রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
© স্বত্ব আর্থটাইমস্ ২৪.কম
প্রকাশক ও সম্পাদক: মোঃ জাকারিয়া আলম (দিপু)
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ:বরিশাল-৮২০০।
আমাদের সাথে যোগাযোগ করুন:::
নিউজ মেইল:::
earthtimes24@gmail.com(নিউজ)
news@earthtimes24.com(নিউজ)
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
২০১৭ সর্বস্বত্ব সংরক্ষিত earthtimes24.com