ইন্দোনেশিয়ার জাভা সমুদ্রে বিধ্বস্ত বিমানের ব্ল্যাকবক্স উদ্ধার হয়েছে। মঙ্গলবার এ কথা জানালেন দেশটির পরিবহণ মন্ত্রী বুদি কারিয়া সুমাদি।
বুদি কারিয়া সুমাদি বলেন, বিমানের ফ্লাইট ডেটা রেকর্ডার (এফডিআর বা ব্ল্যাকবক্স) খুঁজে পাওয়া গিয়েছে। উদ্ধার হওয়া এফডিআর থেকে জানার চেষ্টা চলছে ঘটনার দিন ঠিক কী হয়েছিল
বিমানটি ভেঙে পড়ার পর থেকেই অনুসন্ধান চালাচ্ছে উদ্ধারকারী দলের ৩৬০০ কর্মী, ১৩টি হেলিকপ্টার, ৫৪টি জাহাজ এবং ২০টি ছোট নৌকা। দু’দিন আগেই বিমানের কিছু ধ্বংসাবশেষ উদ্ধার হয়েছে। মিলেছে যাত্রীদের বেশি কিছু জিনিসপত্রও।
গত ৯ জানুয়ারি জাকার্তা থেকে ওড়ার কিছুক্ষণের মধ্যেই ৬২ জন যাত্রী নিয়ে জাভা সমুদ্রে ভেঙে পড়েছিল বোয়িং ৭৩৭-৫০০ বিমান। বিমানটি বোর্নিও দ্বীপে যাচ্ছিল। কিন্তু মাঝপথেই ট্রাফিক কন্ট্রোলের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। পরে জানা যায়, সেটি জাভা সাগরে ভেঙে পড়েছে।বিমানে ৬২ আরোহীসহ ৬ ক্রু ছিলেন। এখনো নিখোঁজদের সন্ধান চালিয়ে যাচ্ছেন উদ্ধারকারী দল।
© স্বত্ব আর্থটাইমস্ ২৪.কম
প্রকাশক ও সম্পাদক: মোঃ জাকারিয়া আলম (দিপু)
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ:বরিশাল-৮২০০।
আমাদের সাথে যোগাযোগ করুন:::
নিউজ মেইল:::
earthtimes24@gmail.com(নিউজ)
news@earthtimes24.com(নিউজ)
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
২০১৭ সর্বস্বত্ব সংরক্ষিত earthtimes24.com