তুরস্কে অনুষ্ঠিত হয়েছে চারদিনব্যাপী ইন্টারন্যাশনাল ইয়ুথ ফেস্টিভ্যাল। এ ফেস্টিভ্যালের আয়োজন করে তুরস্কের যুব ও ক্রীড়া মন্ত্রণালয়, আঙ্কারার বাংলাদেশ দূতাবাস, চুবুক সিটি করপোরেশন ও ইয়েরলি দুশুঞ্জে দেরনেক। ২৭টি দেশ নিজ নিজ স্টলে তাদের ইতিহাস ও সংস্কৃতি তুলে ধরে।
সম্প্রতি তুরস্কে এই ফেস্টিভ্যাল অনুষ্ঠিত হয়। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তুরস্কের রাষ্ট্রপতির প্রধান উপদেষ্টা ইয়ালচিন তপচু, বিশেষ অতিথি সংসদ সদস্য মেতিন গুনদোউদু।
ফেস্টিভ্যালে বাংলাদেশ স্টলে বাংলাদেশের ইতিহাস, বঙ্গবন্ধুর জীবনী ও বিউটিফুল বাংলাদেশ শীর্ষক এবং বাংলাদেশের ব্যবসায়িক সম্ভাবনাসমূহ নিয়ে নির্মিত প্রামাণ্যচিত্র প্রদর্শন করা হয়। পাশাপাশি ছিল বাংলাদেশের ইতিহাস ও ঐতিহ্যের ওপর আবদুর রব রাজু ও এহতেশামুল হকের দেশ পরিচিতি ও সাম্প্রতিক রোহিঙ্গা ইস্যুতে প্রশ্নোত্তর পর্ব।
এছাড়া বাঙালির ঐতিহ্যবাহী পোশাকের প্রদর্শনী করেন তুরস্কে অধ্যয়নরত শিক্ষার্থী তারিফা কানিজ, নাজিয়া আখতার, সালিনা আখতার, আব্দুর রউফ, সাইয়েদ রাশেদুল হাসান চৌধুরী, আলী আশরাফ, বিল্লাল হোসাইন ও বুরহান উদ্দিন। তবে স্টলকে আরও পরিপূর্ণ করতে আলমগীর হোসেন খিচুড়ি, বিরিয়ানি, পেঁয়াজি, সমুচা ও জিলাপিসহ আরও কিছু দেশি খাবার পরিবেশনের ব্যবস্থা করেন।
উদ্বোধনী অনুষ্ঠানের পর ইয়ালচিন তপচু ও অন্যান্য অতিথিরা সব দেশের স্টল পরিদর্শন শেষে বাংলাদেশের স্টলে আসেন। ইয়ালচিন তপচু বাংলাদেশে খাবার ও ঐতিহ্যবাহী পোশাক দেখে অভিভূত হন। নিজের দেশকে উপস্থাপন করার জন্য বাংলাদেশ দূতাবাস ও বাংলাদেশি শিক্ষার্থীদের তিনি বিশেষভাবে ধন্যবাদ জানান।
© স্বত্ব আর্থটাইমস্ ২৪.কম
প্রকাশক ও সম্পাদক: মোঃ জাকারিয়া আলম (দিপু)
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ:বরিশাল-৮২০০।
আমাদের সাথে যোগাযোগ করুন:::
নিউজ মেইল:::
earthtimes24@gmail.com(নিউজ)
news@earthtimes24.com(নিউজ)
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
২০১৭ সর্বস্বত্ব সংরক্ষিত earthtimes24.com