চ্যাম্পিয়নস লিগের ফাইনালে ট্রফি নিয়ে উদযাপন করার আগেই কান্না নিয়ে মাঠ ছেড়েছেন লিভারপুল তারকা মোহাম্মদ সালাহ এবং স্পেনের ডিফেন্ডার কারভাজাল।ইনজুরিতে বিশ্বকাপে মিসরের তারকা সালাহের খেলা যেমন শঙ্কায় পড়ে গেল। তেমনি ইনজুরি থেকে ফিরেই আবার ইনজুরিতে পড়ে কাভারজালেরও লোপেতেগুর দলের সঙ্গে রাশিয়া যাওয়ায় শঙ্কা তৈরি হয়েছে।
প্রথমার্ধের ৩০ মিনিটের আগেই মোহাম্মদ সালাহকে দৃষ্টিকটুভাবে হাত টেনে ধরে ফেলে দেন সার্জিও রামোস। এরপরও অবশ্য মাঠে ছিলেন সালাহ। কিন্তু কিছুক্ষণ বাদেই ব্যাথা অনুভূত হওয়ায় ৩০ মিনিটের মাথায় মাঠ ছাড়েন তিনি। কাঁদতে কাঁদতে মাঠ ছাড়া সালাহ হয়তো বুঝতে পেরেছেন তার বিশ্বকাপ যাওয়া অনিশ্চিত হয়ে গেছে।
এরপর ম্যাচের ৩৭ মিনিটে কাঁদতে কাঁদতে মাঠ ছাড়েন কারভাজাল। চোটের কারণে এই স্পেন তারকা চ্যাম্পিয়নস লিগের সেমিফাইনালের ম্যাচে খেলতে পারেননি। কিন্তু চোট কাটিয়ে ফাইনালে ফেরেন তিনি। আবার চোট নিয়ে মাঠ ছাড়ার আগে কারভাজালের মাঠে শুয়েই ডুগরে ডুগরে কেঁদেছেন। তার মানসিক অবস্থা দেখে কারণ না বোঝার কথা না। তিনি চ্যাম্পিয়নস লিগের ফাইনাল খেলতে না পারার জন্য কাঁদেননি।কেঁদেছেন বিশ্বকাপ মিস হওয়ার জন্য।
চ্যাম্পিয়নস লিগের ফাইনালে চোখের পানি নিয়ে মাঠ ছাড়া সালাহ-কারভাজাল বিশ্বকাপের আসরে যেতে পারবেন কিনা তা অবশ্য জানা যাবে তাদের চোটের অবস্থা জানার পরে।
© স্বত্ব আর্থটাইমস্ ২৪.কম
প্রকাশক ও সম্পাদক: মোঃ জাকারিয়া আলম (দিপু)
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ:বরিশাল-৮২০০।
আমাদের সাথে যোগাযোগ করুন:::
নিউজ মেইল:::
earthtimes24@gmail.com(নিউজ)
news@earthtimes24.com(নিউজ)
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
২০১৭ সর্বস্বত্ব সংরক্ষিত earthtimes24.com