ইটালির আল্পসে সড়ক দুর্ঘটনায় ছয়জন জার্মান পর্যটক হয়েছেন। এ ঘটনায় ১১ জন আহত হয়েছেন বলে জানিয়েছে দেশটির পুলিশ। রবিবার লুতাচ শহরে মাতাল অবস্থায় চালক রাস্তার পাশে বাসের জন্য অপেক্ষমাণ যাত্রীদের ওপর গাড়ি তুলে দিলে এ হতাহতের ঘটনা ঘটে। খবর: বিবিসি।
জানা গেছে, জার্মান পর্যটকেরা নাইটক্লাব থেকে বের হয়ে বাসের জন্য অপেক্ষা করছিল ঠিক তখনই গাড়িটি তাদের ধাক্কা দিলে ঘটনাস্থলেই তদের মৃত্যু হয়। চালককে গ্রেফতারের পর আহত চালককে চিকিৎসার জন্য হাসপাতালে ভর্তি করা হয়েছে।
সংবাদমাধ্যম এএফপির খবরে বলা হয়েছে, গুরুতর আহতদের মধ্যে থাকা দু’জনকে হেলিকপ্টার দিয়ে অস্ট্রিয়ার ইনসবার্ক হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। অন্যদের স্থানীয় হাসপাতালে রেখে চিকিৎসা দেওয়া হচ্ছে।