ইউরো জোনে প্রবেশ করলো ক্রোয়েশিয়া

লেখক:
প্রকাশ: ২ years ago

ইউরো জোনে প্রবেশ করেছে ক্রোয়েশিয়া। রোববার দেশটি জাতীয় মুদ্রা কুনা পরিত্যাগ করে ইউরোকে নিজেদের মুদ্রা হিসেবে গ্রহণ করে এবং ইউরোপের পাসপোর্ট মুক্ত অঞ্চল শেনজেনে প্রবেশ করেছে। এ ঘটনা প্রায় এক দশক আগে ইউরোপীয় ইউনিয়নে যোগদানের পর দেশটির জন্য দুটি বড় মাইলফলক।

শনিবার মধ্যরাতে বলকান অঞ্চলের দেশটি ইউরো জোনের ২০তম সদস্য হয়েছে। শেনজেন অঞ্চলের ২৭তম দেশ হিসেবে এখন থেকে ক্রোয়েশিয়ার চার কোটিরও বেশি মানুষ মুক্তভাবে ইউরোপীয় ইউনিয়নের দেশগুলোতে ভ্রমণ করতে পারবে।

 

ইউরোপীয় ইউনিয়নের প্রধান উরসুলা ভন ডার লেইন রোববার ক্রোয়েশিয়ার প্রধানমন্ত্রী আন্দ্রেজ প্লেনকোভিচ সঙ্গে দেখা করেছেন।

পরে তিনি টুইটারে লিখেছেন, ‘এটি নতুন মৌসুমের শুরু। ইউরোপে এমন কোনও জায়গা নেই যেখানে এটি ক্রোয়েশিয়ার চেয়ে বেশি সত্য।

বিশেষজ্ঞরা জানিয়েছেন, রাশিয়ার ইউক্রেনে আগ্রাসনের পর যখন বিশ্বব্যাপী মূল্যস্ফীতি বেড়েছে এবং খাদ্য ও জ্বালানির দাম আকাশচুম্বী হওয়ার পথে তখন ইউরো গ্রহণ ক্রোয়েশিয়ার অর্থনীতিকে রক্ষায় সাহায্য করবে।