হবিগঞ্জ জেলার শায়েস্তাগঞ্জ উপজেলার নূরপুর ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে স্বামী ও স্ত্রী মনোনয়নপত্র দাখিল করেছেন।
স্বামী বর্তমান চেয়ারম্যান মো. মুখলিছ মিয়া ও তার স্ত্রী আছমা আক্তার লাকী স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়নপত্র জমা দেন।
শুক্রবার (২ ডিসেম্বর) সকালে উপজেলা নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ মনিরুজ্জামান বিষয়টি নিশ্চিত করেন।
এ ইউনিয়নে স্বামী-স্ত্রীর মনোনয়নপত্র দাখিল করার বিষয়টি বেশ আলোচনার বিষয়ে পরিনত হয়েছে। বর্তমান চেয়ারম্যান মুখলিছ মিয়া এবারের নির্বাচনে আওয়ামী লীগের মনোনয়ন চেয়েছিলেন, কিন্তু পাননি। তার স্ত্রী আছমা আক্তার লাকী গৃহিনী।
মুখলিছ মিয়া বলেন, আমার স্ত্রী নিজের ইচ্ছায় মনোনয়নপত্র দাখিল করেছেন। প্রয়োজনে প্রত্যাহারও করে নিতেন পারেন।
এ ইউনিয়নের মনোনয়নপত্র বাছাই ৩ ডিসেম্বর, প্রার্থিতা প্রত্যাহারের শেষ সময় ১০ ডিসেম্বর। আর ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে ২৯ ডিসেম্বর। ভোট হবে ইলেক্ট্রনিক ভোটিং মেশিনে (ইভিএম)।
© স্বত্ব আর্থটাইমস্ ২৪.কম
প্রকাশক ও সম্পাদক: মোঃ জাকারিয়া আলম (দিপু)
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ:বরিশাল-৮২০০।
আমাদের সাথে যোগাযোগ করুন:::
নিউজ মেইল:::
earthtimes24@gmail.com(নিউজ)
news@earthtimes24.com(নিউজ)
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
২০১৭ সর্বস্বত্ব সংরক্ষিত earthtimes24.com